ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড় বিনিয়োগের পরিকল্পনায় হুয়াওয়ে

প্রকাশিত: ১২:০৭, ২০ জুলাই ২০১৯

 বড় বিনিয়োগের পরিকল্পনায় হুয়াওয়ে

পাঁচ বছরে পোল্যান্ডে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে হুয়াওয়ে। দেশটির ৫জি পরিকল্পনায় হুয়াওয়েকে রাখা হবে কিনা তার ওপর ভিত্তি করে বিনিয়োগের পরিমাণ বাড়ানো বা কমানোও হতে পারে। সাম্প্রতি সময়ে হুয়াওয়ের প্রযুক্তি নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সহযোগী দেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার না করার পরামর্শও দিয়েছে তারা। অন্যদিকে হুয়াওয়ের দাবি তাদের প্রযুক্তি গ্রাহকের নিরাপত্তায় কোন প্রভাব ফেলে না। চলতি বছর জানুয়ারিতে পলিশ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দিতে তারা প্রস্তুত। চীনা এক হুয়াওয়ে কর্মী এবং সাবেক এক পুলিশ নিরাপত্তা কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতারের পর এই সিদ্ধান্তের কথা জানায় পোল্যান্ড সরকার,- খবর রয়টার্সের। চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘পোল্যান্ডে উন্নয়ন ও বিনিয়োগ করতে চায় হুয়াওয়ে, তবে এটি ব্যবসায়িক দিক থেকে কার্যকরী হতে হবে।’ এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল তিন বছরে ২০০ কোটি জুওটি (পোল্যান্ডের মুদ্রা) বিনিয়োগ করা হবে। এবার বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৩০০ কোটি জুওটি বা ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার করার পরিকল্পনা করেছে হুয়াওয়ে।
×