ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হুইপের নির্দেশে পটিয়ায় যুবলীগের দু’জনকে অব্যাহতি

প্রকাশিত: ১২:৪৮, ২০ জুলাই ২০১৯

 হুইপের নির্দেশে পটিয়ায়  যুবলীগের দু’জনকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৯ জুলাই ॥ জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর নির্দেশে পটিয়া উপজেলার শোভনদন্ডেী ইউনিয়ন যুবলীগের দুইজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন জুয়েল। শুক্রবার বিকেলে হুইপ সামশুল হক চৌধুরীর গ্রামের বাড়ি শোভনদন্ডীর রশিদাবাদে পাল্টাপাল্টি স্লোগান ও একজন আরেকজনকে বহিষ্কারের দাবি জানালে দুইজনকেই দল থেকে সাময়িক অব্যাহতি দেয়ার জন্য হুইপ নির্দেশ দেন। এর প্রেক্ষিতে যুবলীগের রুবেল ও আজিমকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন টুটুলের অনুসারীরা আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে হুইপের গ্রামের বাড়িতে এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুইজনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা গেছে, শুক্রবার জাতীয় সংসদের হুইপ নিজ গ্রামের বাড়ি পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে যান। বিকেল ৫টার দিকে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা সেখানে যান। ওই সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন টুটুলের অনুসারী নেতাকর্মীরা দু’টি মিছিল নিয়ে আলাদা আলাদাভাবে যান। গ্রুপিং ও পাল্টাপাল্টি স্লোগান দেয়ার কারণে মূলত ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিমকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমএ রহিম প্রতিবেদকের মেসেঞ্জারে ক্ষুদে বার্তা পাঠিয়ে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন জানিয়েছেন, হুইপের গ্রামের বাড়ির বাসভবনে ইউনিয়ন যুবলীগের দু’টি পক্ষ আলাদা আলাদাভাবে মিছিল ও স্লোগান দেয়ার কারণে হুইপের নির্দেশে ইউনিয়ন যুবলীগের দুইজনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
×