ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ত্রিমুখী বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২২:৩০, ২০ জুলাই ২০১৯

কুষ্টিয়ায় ত্রিমুখী বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরলা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩৮০পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের দাবি, নিহত রফিকুল একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত একটার দিকে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার হরলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ত্রি-পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ২০মিনিট স্থায়ী এ বন্দুকযুদ্ধে টিকতে না পেরে একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ পরে জানতে পারে নিহত ওই ব্যক্তি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত ময়েন আলীর ছেলে রফিকুল ইসলাম। সে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের এই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দবি করেছে পুলিশ।
×