ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত: ০৮:১৮, ২০ জুলাই ২০১৯

সোনারগাঁয়ে পরিবহন থেকে চাঁদাবাজির  অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনের পাশের লেগুনাস্ট্যান্ড এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি করার সময় মোঃ মোমেন (৩৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৮শ’ ৩০ টাকা উদ্ধার করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের কাঁচপুর মোড় এলাকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ টাকা ৩শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছে। স্থানীয় চালক ও জনসাধারণের কাছ থেকে জানা যায় কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত মোমেনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
×