ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে জব ফেয়ার

প্রকাশিত: ০৯:৩২, ২১ জুলাই ২০১৯

 এআইইউবিতে  জব ফেয়ার

স্থাানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান- গুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনে যোগদানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রতিবছর জব ফেয়ারের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী জব ফেয়ার ২০১৯-এর আয়োজন করা হয়। সকাল ১০টায় জব ফেয়ারের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি, এ সময় আরও উপস্থিাত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড লামাগনা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান ও শিক্ষক, উর্ধতন কর্মকর্তা, ছাত্রছাত্রী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিবছর এআইইউবির অফিস অব প্লেসমেন্ট এ্যান্ড এ্যালামনাই এই জব ফেয়ার উদ্যোগ গ্রহণ করে। এবারের জব ফেয়ারে দেশের প্রায় ১১০ খ্যাতনামা স্থাানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ চাকরিপ্রার্থীদের জীবন-বৃত্তান্ত গ্রহণের ব্যবস্থা করে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি, তার উদ্বোধনী বক্তব্যে ছাত্রছাত্রীদের জন্য এআইইউবির এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। আরও ব্যক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড লামাগনা। এ সময় এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার মন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের স্টলসমূহ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অফিস অব প্লেসমেন্ট এ্যান্ড এ্যালামনাই-এর পরিচালক রূমি তারেক মওদুদ এই জব ফেয়ারের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। জব ফেয়ারে এআইইউবির বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই জব ফেয়ার শুধু এআইইউবির বর্তমান এবং শিক্ষাজীবন সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। -বিজ্ঞপ্তি
×