ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যানজট বন্দরের কারণে নয় ॥ বন্দর চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:৩৭, ২১ জুলাই ২০১৯

 চট্টগ্রামে যানজট  বন্দরের কারণে নয় ॥ বন্দর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ দাবি করেছেন বারিক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত যে যানজট চলমান তা বন্দরের কারণে নয়। তার মতে, এটি হচ্ছে সাম্প্রতিক জলাবদ্ধতা, পোর্ট কানেক্টিং রোডের সংস্কার, বারিক বিল্ডিং থেকে ফকিরহাট পর্যন্ত ওয়াসার নির্মাণাধীন পাইপ লাইন ও সিমেন্ট ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে মূল সড়ক সঙ্কুচিত হয়ে পড়ায় যানজট বেড়েছে। শনিবার বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বন্দর চেয়ারম্যান আরও বলেন, গত প্রায় দু’সপ্তাহ ধরে মহানগরীতে টানা বৃষ্টির কারণে বন্দরের বাইরে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম ও বন্দর সংলগ্ন সড়কসমূহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কে বড় বড় গর্তের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বন্দরে ট্রাক, টেইলার ও কাভার্ডভ্যান প্রবেশের বিকল্প ব্যবস্থা না থাকায় বাইরে যানজট সৃষ্টি হচ্ছে।
×