ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে পিআইবির মতবিনিময়

প্রকাশিত: ০৯:৩৮, ২১ জুলাই ২০১৯

 দাউদকান্দিতে সাংবাদিকদের  সঙ্গে পিআইবির  মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২০ জুলাই ॥ দাউদকান্দিতে সাংবাদিকদের সাঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট (পিআইবি) মহাপরিচালক মোঃ জাফর ওয়াজেদ। শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দি প্রেসক্লাবের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় বক্তব্যে পিআইবির নানা কর্মসূচীর কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, সাংবাদিক পেশাদারিত্বে মানসিকতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। তিনি বলেন, সাংবাদিকতা মহৎ ও সম্মানজনক পেশা। এ পেশায় অন্য পেশা থেকে ঝুঁকিও বেশি। সততা, সাহস ও পেশাদারিত্ব ছাড়া এ পেশায় টিকে থাকা যাবে না। অপেশাদার, কথিত সাংবাদিকদের কারণে সাংবাদিকতা পেশার মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তাই তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার মান বাড়াতে মতবিনিময় সভায় অন্যদের আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক তফাজ্জল হোসেন, শামীম রায়হান, ডেসটিনির বাসুদেব ঘোষ, মানবকণ্ঠের সহিদুল্লাহ সাদা, জহিরুল ইসলাম জিল্লু, ওমর ফারুক মিয়াজী, আলমগীর হোসেন, অমল আচার্য্য প্রমুখ।
×