ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরণখোলায় তিন ব্রিজের নির্মাণ কাজ অনিশ্চিত ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৯:৩৮, ২১ জুলাই ২০১৯

 শরণখোলায় তিন ব্রিজের নির্মাণ কাজ অনিশ্চিত ॥ জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে শরণখোলায় (কে.ডি.আর.আই.ডি.পি) প্রকল্পের আওতায় ৩টি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকৌশল দফতরের কার্যাদেশ প্রদানের পর প্রায় ৭ মাস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদার এ পর্যন্ত কাজ শুরু করতে পারেননি। যার ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার একাধিক গ্রামের জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জানা গেছে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বাগেরহাট এলজিইডির কার্যাদেশে শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া, উত্তর তাফালবাড়ি ও আমড়াগাছিয়া এলাকার খালের ওপর ৯৪ মিটার দীর্ঘ (আরসিসি) ৩টি গার্ডার ব্রিজ নির্মাণের দায়িত্ব পান পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মালিকানাধীন মেসার্স ইপ্তি প্রাঃ লিঃ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬৩ লাখ ৩ হাজার ৪শ’ ৩১ টাকা। প্রকল্পের শর্তানুযায়ী চলতি বছরের ১৯ ডিসেম্বর ব্রিজ ৩টির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারের খোঁজ নেই। এ বিষয় উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বার বার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু কি কারণে ওই ঠিকাদার এ পর্যন্ত কাজ শুরু করেননি তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে না পারলে অর্থদ-সহ লাইসেন্স কালো তালিকার অন্তর্ভুক্ত হতে পারে।
×