ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় অস্থায়ী ঠিকানায় গণহত্যা জাদুঘরের কার্যক্রম শুরু“

প্রকাশিত: ০৯:৩৯, ২১ জুলাই ২০১৯

 খুলনায় অস্থায়ী  ঠিকানায় গণহত্যা  জাদুঘরের  কার্যক্রম শুরু“

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় স্থাপিত দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘরের পুরনো ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা খুলনাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। এই পরিপ্রেক্ষিতে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭১’র গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর অস্থায়ী কার্যালয় ৪২৪, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেজ), রোড নং-৬ খুলনা, ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন ঠিকানায় গণহত্যা-অর্কাইভ জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত খুলনায় স্থাপিত এই জাদুঘরটি দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা ও নির্যাতন বিষয়ক জাদুঘর। এই জাদুঘরে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যায় বহু দুর্লভ নিদর্শন, ছবি ও ডকুমেন্ট সংরক্ষিত আছে। সংশ্লিষ্টরা আশা করছেন নতুন ঠিকানায় সবাই জাদুঘর প্রদর্শন করতে আসবেন।
×