ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ গেল আরও ১০ জনের

প্রকাশিত: ০৯:৪২, ২১ জুলাই ২০১৯

 সড়কে প্রাণ গেল আরও ১০ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীর চারঘাট উপজেলায় অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত। এছাড়া সিরাজগঞ্জে এক মুক্তিযোদ্ধা, ফরিদপুরে দুই শ্রমিক, মিরসরাইয়ে এক ব্যক্তি, ঠাকুরগাঁওয়ে এনজিওকর্মী, সাভারে ব্যবসায়ী ও চালক, কুমিল্লায় সেনা কর্মকর্তা এবং গাজীপুরে ট্রাকচালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। রাজশাহী ॥ চারঘাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় মিম খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাইগিরপাড়া এলাকায় বাঘা-চারঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু মিম জাইগিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মিম পাশের পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। চারঘাট থানা পুলিশ জানান, সড়ক পারাপারের সময় শিশু মিমকে প্রথমে ধাক্কা দেয় অটোরিক্সাটি। পরে তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই ওই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিক্সাসহ চালককে আটক করেন গ্রামবাসী। পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের ফকিরতলা নামক স্থানে শুক্রবার রাতে একইমুখী কাজীপুরগামী দ্রুতগতির সিএনজিচালিত একটি অটোরিক্সার চাপায় মোটরসাইকেলে আরোহী মুক্তিযোদ্ধা আবু সাঈদ (৬৬) নামের একজন নিহত হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়ার ছাব্বিশা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, নিহত মুক্তিযোদ্ধা আবু সাঈদ সিরাজগঞ্জের গোনোরগাতীতে ক্রসবার বাঁধ ও যমুনায় বন্যার পানি দেখে ৮ বছরের ছেলে সাদিককে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আলোকদিয়ার ফিরছিলেন। সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের ফকিরতলা নামক স্থানে একইমুখী কাজীপুরগামী দ্রুতগতির সিএনজিচালিত একটি অটোরিক্সা চাপা দিলে সে অটোরিক্সার নিচে চাপা পড়ে মাথা ও চোখে আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াই শ’ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১০টায় মৃত ঘোষণা করেন। ফরিদপুর ॥ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার সকাল সোয়া ৬টার দিকে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় আজিজ পাইপস্রে কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই শ্রমিক পাইলিং কাজ করতেন। তারা হলেনÑ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আকুয়া জঙ্গল গ্রামের আনোয়ার ইসলামের ছেলে রবিন ইসলাম ও ওই একই গ্রামের হানিফ ইসলামের ছেলে কামরুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন মাহাতাব উদ্দিন, আশিক ও সেলিম। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ জানান, এ দুর্ঘটনায় আহত মাহাতাব উদ্দিনের বাড়ি পিরোজপুরে। তিনি তার বাড়ির পাইলিংয়ের কাজ করানোর জন্য পাইলিং শ্রমিকদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দের মোড় থেকে একটি ট্রাকে পিরোজপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি সড়কের বামদিক থেকে ডানদিকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকটি পাল্টান দিয়ে পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, নিহত দুই পাইলিং শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। মীরসরাই ॥ মীরসরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট রোড়ের ইছামতি এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অলি উল্ল্যাহ। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে। গুরতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ২ মহিলা ও ১ শিশুসহ ৪ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্টমুখী একটি সিএনজির সঙ্গে জোরারগঞ্জমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঠাকুরগাঁও ॥ রানীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নতুন মার্কেটের ব্রিজের পার্শ্বে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৪২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। সাভার ॥ আশুলিয়ায় ময়লা বোঝাই নছিমন দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনয় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের মুজার মিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নছিমনটি ময়লা নিয়ে মুজারমিল এলাকায় ফেলতে যায় কয়েকজন শ্রমিক নিয়ে। এ সময়ে একটি ট্রাক ময়লা বোঝাই নছিমনটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নছিমনে থাকা চালকসহ চারজন মহাসড়কে ছিটকে পরে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুনন্নেসা মুজিব হাসপাতাল ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যান। অন্যদিকে সাভারের আশুলিয়ায় বালুবাহী ট্রাকচাপায় মোহাম্মদ আলী ফালু (৫৫) নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে ১০টার টঙ্গী-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ফালু আশুলিয়ার ঘোষবাগ এলাকার মৃত আজমত আলীর ছেলে। তিনি নিজেও একজন পরিবহন ব্যবসায়ী। কুমিল্লা ॥ সড়ক দুর্ঘটনায় ওয়াহিদুজ্জামান নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্পোরাল পদে কর্মরত ছিলেন। জানা গেছে, সেনাবাহিনীর কর্পোরাল ওয়াহিদুজ্জামান শনিবার মোটরসাইকেলযোগে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজি রাহাত পেট্রোল পাম্পের নিকট পৌঁছুলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গাজীপুর ॥ শনিবার মেরামতকালে পেঁয়াজ ভর্তি উল্টে যাওয়া একটি ট্রাকের নিচে চাপা পড়ে ওই ট্রাকের চালক নিহত হয়েছে। নিহতের নাম আরিফ আলী (৪০)। সে রাজশাহীর পবা থানার গোবিন্দপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানান, রাজশাহী থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক শনিবার চট্টগ্রাম যাচ্ছিল। পথে দুপুর ১টার দিকে ঢাকা বাইপাস সড়কের (নাওজোর-ভুলতা) গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় পৌঁছলে ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় সড়কের পাশে দাঁড় করিয়ে চালক জগ দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামত করছিল। মেরামতের কাজ করার সময় ট্রাকটি হঠাৎ উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় মালবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ওই ট্রাকের চালক আরিফ আলী ঘটনাস্থলেই নিহত হয়।
×