ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে উগ্রবাদী বইসহ দুই জঙ্গী আটক

প্রকাশিত: ০৯:৪৩, ২১ জুলাই ২০১৯

 যশোরে উগ্রবাদী বইসহ দুই জঙ্গী  আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার-আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে মণিরামপুর উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের দেলোয়ার হোসেন বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় উগ্রবাদী বই, লিফলেট, ৬টি মোবাইল ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, সৈয়দ মাহমুদপুর গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং একই গ্রামের রায়হান উদ্দিন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কমান্ডার শাহিনুর ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে জঙ্গীরা সদস্য সংগ্রহ করে। এ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনের সম্পৃক্ততার জন্য দাওয়াত ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আটক রায়হান উদ্দিন নাগর ঘোপ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং আবু বক্কার সিদ্দিক বাঙ্গালিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস ও কেশবপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। রায়হান উদ্দিন ও আবুবক্কার সিদ্দিক মণিরামপুরে বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহের কাজ করে।
×