ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামাকমুক্ত করতে ক্যাম্পেন

প্রকাশিত: ০৯:৪৫, ২১ জুলাই ২০১৯

তামাকমুক্ত করতে ক্যাম্পেন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২৪ নম্বর ওয়ার্ড ‘তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ ও এ্যান্টি-টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী ও এসিডির প্রোগ্রাম ম্যানেজার মো. শাহীনুর রহমানের নেতৃত্বে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে ক্যাম্পেনটি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশ তথা বিশ্ব দরবারে ক্লিন, গ্রীন, এডুকেশন সর্বোপরি হেলদি সিটি হিসেবে জায়গা করে নিয়েছে। কিন্তু ধূমপানমুক্ত নগরী গড়ে তোলা ছাড়া সত্যিকারের হেলদি সিটি গড়া সম্ভব নয়। এজন্য আগে মহানগরীর পাবলিক প্লেসগুলোকে শতভাগ ধূমপানমুক্ত করা জরুরী।
×