ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া জেলার ও চিকিৎসক সেজে প্রতারণা

প্রকাশিত: ০৯:৪৫, ২১ জুলাই ২০১৯

 ভুয়া জেলার ও চিকিৎসক  সেজে  প্রতারণা

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২০ জুলাই ॥ ভুয়া জেলার ও চিকিৎসক সেজে মোবাইল করে কারাবন্দী পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। ময়মনসিংহ কারাগারের বন্দী নান্দাইলের এক ধর্ষণ মামলার আসামির পরিবারের কাছ থেকে এই অর্থ হাতিয়ে নিয়েছে। এই বিষয়ে আসামির শ্বশুর শুক্রবার রাতে নান্দাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ২৪ জুন এক কিশোরীকে বিয়ের প্রলোবনে মোবাইলে ডেকে এনে ধর্ষণ করে উপজেলার রাজগাতি ইউনিয়নের কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী শামীম মিয়া (৩০)। পরদিন পুলিশ কিশোরীকে উদ্ধার করে মামলা নিলেও অভিযুক্ত থাকে অধরা। ঘটনার ১৫ দিন পর র‌্যাব-১৪ এর একটি দল ঢাকার যাত্রাবাড়ী থেকে শামীমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর থেকে শামীম ময়মনসিংহ কারাগারে বন্দী রয়েছে। শামীমের শ্বশুর ফাইজুল ইসলাম জানান, মিথ্যা ঘটনা সাজিয়ে ওই নারী তার মেয়ের জামাইকে ফাঁসিয়েছে। এ অবস্থায় ১৩ জুলাই সকালে এলাকার ইউপি সদস্য কামাল উদ্দিনের কাছে ০১৯৫২-০৮৪৬২৬ নাম্বারে ফোন করে জানায়, তার মেয়ের জামাই শামীম কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছে। তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হবে। এতে জরুরী ভিক্তিতে ১ লাখ ১০ টাকা লাগবে। এর মধ্যে সরকার দেবে ৪০ হাজার টাকা আর বাকি ৭০ হাজার টাকা আধা ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। অন্যথায় এর দায়ভার কেউ বহন করবে না।
×