ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৪৬, ২১ জুলাই ২০১৯

টুকরো খবর

স্বর্ণের দোকানের ম্যানেজারকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে অশোক চন্দ্র কর (৪৭) নামের এক স্বর্ণের দোকানের ম্যানেজারকে। গুরুতর অবস্থায় তাকে (অশোক) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অশোক চন্দ্র কর নগরীর নতুন বাজার পোস্ট অফিস গলির বাসিন্দা ও শহরের গীর্জা মহল্লার নকশি জুয়েলার্সের ম্যানেজার। খবর পেয়ে ওইদিন রাত পৌনে একটার দিকে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞাসহ থানা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত অশোক চন্দ্র কর জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় তিনি প্রতিদিনের মতো শুক্রবার মধ্যরাতে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে হাঁটতে যান। হাঁটা শেষ করে উদ্যানের ডিসি লেকের পাড় সংলগ্ন বিশ্রামাগারে শরীরচর্চা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। * বিষ প্রয়োগে মাছ নিধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার মৌজাপাঙ্গা মুন্সিপাড়া গ্রামে পাঁচ পুকুরে বিষ ঢেলে পোনামাছ মেরেছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। শনিবার ভোরের দিকে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। রুহুল আমীন জানান, দুষ্কৃতিকারীরা মৎস্য সপ্তাহ চলাকালীন তার ৫টি পুকুরের এক লাখ ৫৬ হাজার টাকার বিভিন্ন জাতের পোনা মাছ বিষ ঢেলে হত্যা করল। এ ঘটনায় তিনি ডোমার থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন আমরা তদন্ত করে দুষ্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। * বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ জুলাই ॥ শনিবার দুপুরে নওগাঁর মান্দায় বন্যার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কসব ইউনিয়নের চকবালু ও বনকুড়া গ্রামের দুর্গত মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। * বেনাপোলে ৫ লাখ রুপীসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্ত থেকে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপী ও ৪টি মোবাইলসহ নিরঞ্জন নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। শনিবার বেনাপোল সীমান্তের সাদিপুর মোড় থেকে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক যাত্রী নরসিংদী জেলার গোরাদিয়া গ্রামের ঝন্টু দাসের ছেলে। বিজিবি জানায়, তাদের নিজস্ব গোয়েন্দার মাধ্যমে সংবাদ পেয়ে ওই পাসপোর্ট যাত্রীকে ক্যাম্পে ডেকে আনা হয়। পরে তার লাগেজ ও শরীর তল্লাশি করে ভারতীয় ৫ লাখ ২৪ হাজার রুপী ও ৪টি উন্নত মোবাইল ফোন উদ্ধার করা হয়। * সিলেটে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার সাদাপাথর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৪) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা ও সিলেট সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র। এর আগে গত ৭ জুলাই ওই এলাকায় পানিতে ডুবে সিলেটের লিডিং ইউনিভার্সিটির আরেক ছাত্র নিখোঁজ হয়। ৩ দিন পরে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে সাইফুল তার বন্ধুদের নিয়ে সাদাপাথর এলাকায় বেড়াতে যায়। এ সময় স্থানীয় নৌকার মাঝি তাকে লাইফ জ্যাকেট দিলে সেটি না পরেই পানিতে নামে । প্রবল স্রোতের মাঝেও সে নদী পার হতে গেলে স্থানীয় উপজেলা প্রশাসন থেকে পর্যটক নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা তাদের বাধা দেয়। কিন্তু বাধা না মেনেই নদী পার হতে গিয়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। কিছু সময় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। * নারায়ণগঞ্জে শিশু স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার উপজেলার দড়ি বিশনন্দী এলাকায় পানিতে ডুবে সুজন (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। মৃত সুজন একই গ্রামের আমান মিয়া ছেলে। জানা যায়, সকাল থেকে সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে সুজনকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। * পরিবহনে চাঁদাবাজি ॥ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের কাঁচপুর এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনের পাশের লেগুনাস্ট্যান্ড এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি করার সময় মোঃ মোমেন (৩৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৮শ’ ৩০ টাকা উদ্ধার করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। * বিদ্যুতস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২০ জুলাই ॥ মাধবপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সোহাগ মিয়া (২৫) নামে এক ডেকোরেটার্স ব্যবসায়ী নিহত হয়েছেন। সোহাগ মিয়া উপজেলার রাজাপুর গ্রামের আপন মিয়ার ছেলে ও মনতলা বাজারে ব্যবসায়ী। জানা যায়, শনিবার সকাল থেকে আফজলপুর গ্রামে একটি বিয়ে বাড়িতে ডেকোরেটার্সের কাজ করছিলেন সোহাগ মিয়া। বিকেল সাড়ে ৩টার দিকে অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। * নারী ও শিশু নির্যাতন রোধে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে নারী ও শিশুর ওপর যৌন নির্যাতন, হত্যা, গুম বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাঘর আসর ও নারায়ণগঞ্জ গালার্স প্রায়োরিটি সংগঠনসহ এগারোটি সংগঠন নগরীতে একযোগে মানববন্ধন পালন করেছে। শনিবার সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় এসব মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জানা গেছে, খেলাঘর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ অনেকে। * মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ জুলাই ॥ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মান্দার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ আসাদুজ্জামান ওরফে আসাদুল (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসাদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়হাদীনগর গ্রামের মনিরুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক কারবারি মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে আসছে। সেই মোতাবেক থানা পুলিশ ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে আসার সময় তাকে চ্যালেঞ্জ করলে তার মোটরসাইকেল থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতারসহ তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। * ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২০ জুলাই ॥ কালকিনিতে কিশোরী ধর্ষণের অভিযোগে মোঃ আফিরউদ্দিন মাতুব্বর নামের এক ৭৬ বছর বয়সের বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। তবে ওই বৃদ্ধের পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার ডাসার এলাকার পশ্চিম কোমলাপুর গ্রামের এক কিশোরীকে একই এলাকার বৃদ্ধ আফিরউদ্দিন গভীর নলকূপ থেকে খাওয়ার পানি নিয়ে আসার জন্য শুক্রবার বিকেলে তার ঘরে ডেকে আনে। * স্কুলছাত্রী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ জুলাই ॥ জেলার পাকুন্দিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে নবম শ্রেণীর ছাত্রী স্মৃতি আক্তার রিমা গণধর্ষণের পর হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। শনিবার সকালে বিক্ষুব্ধরা স্কুলের সামনে হোসেনপুর-ঢাকা সড়কে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন। এ সময় বক্তৃতা করেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, প্রধান শিক্ষক জহির রায়হান, কাজী আসমা বেগম, শিক্ষক নেতা আফাজুর রহমান, মুঞ্জুর আহাম্মেদ, মোখলেছুর রহমান, নিহত স্কুলছাত্রীর মা আঙ্গুরা খাতুন, মামা মুসলিম মিয়া, মোস্তুফা মিয়া প্রমুখ। উল্লেখ্য, হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী স্মৃতি আক্তার রিমার (১৫) ঝুলন্ত লাশ ১৮ জুলাই উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। * দুই কিশোরীকে ধর্ষণ ॥ মামলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে পৃথক স্থানে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় চলিশোর্ধ দুই ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে এক কিশোরীর মা ও শুক্রবার রাতে আরেক কিশোরীর ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দুটি দায়ের করেন। স্থানীয়রা জানায়, বাঘরা ইউনিয়নের তালুকদার বাড়ি এলাকার দুই সন্তানের জনক মামুন (৪২) ওই এলাকার পিতাহীন ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে। ওই কিশোরী তালুকদার বাড়ি এলাকার এনায়েত মিয়ার বাড়িতে ঝিয়ের কাজ করত। গত বুধবার সকাল ১০টার দিকে সে এনায়েত মিয়ার বাগান বাড়িতে পেঁপে আনতে গেলে মামুন তাকে ঝোপের ভেতর নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক মামুন পালিয়ে যায়। এ ঘটনায় এনায়েত মিয়া ও বাবু মোড়ল সালিশ মীমাংসার আশ^াস দিয়ে দুইদিন পার করে দেয়। শনিবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। অপরদিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের ৪ সন্তানের জনক আজিজুল শেখ (৫০) ওই গ্রামের দরিদ্র পরিবারের ১৫ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কিছুদিন ধরে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ সে ওই কিশোরীকে ১১ জুলাই রাতে ধর্ষণ করে। * নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দেশব্যাপী নারী ও শিশু হত্যা-ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সদস্য সচিব বিথীকা সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর রশিদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দুলু প্রমুখ।
×