ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় পৌঁছেছে টাইগাররা

প্রকাশিত: ০৯:৫৮, ২০ জুলাই ২০১৯

শ্রীলঙ্কায় পৌঁছেছে টাইগাররা

অনলাইন রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শনিবার বেলা ১টায় কলম্বোর উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে কলম্বো পৌঁছেছেন তামিম-মুশফিকরা। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল খান। তামিম বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কার হোম কন্ডিশনে সিরিজটা কঠিন হতে যাচ্ছে।’ উল্লেখ্য, এই সিরিজে খেলছেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। থাকছেন না বিশ্বকাপে দারুন পারফমেন্স করা অলরাউন্ডার সাইফউদ্দিন। আর এই সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।
×