ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিয়া সাহার বক্তব্য মিথ্যা ও কাল্পনিক ॥ কাদের

প্রকাশিত: ১০:৪৫, ২১ জুলাই ২০১৯

 প্রিয়া সাহার বক্তব্য মিথ্যা ও কাল্পনিক ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তুলে প্রিয়া সাহা দেশদ্রোহী অপরাধ করেছেন দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রিয়া সাহার এ ধরনের মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দেশের ভেতর লুকায়িত সাম্প্রদায়িক গোষ্ঠীকে উৎসাহিত করবে। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রিয়া সাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই দেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে এই ধরনের অসত্য উদ্দেশ্যমূলক এবং দেশদ্রোহী বক্তব্য রেখেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই প্রক্রিয়া চলছে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি (প্রিয়া সাহা) যে বক্তব্য দিয়েছেন সেটি আমি শুনেছি। এই বক্তব্যটি সম্পূর্ণ অসত্য ও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি নিন্দনীয় অপরাধই শুধু নয়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুকায়িত মতলববাজ ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে সহায়তা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের কোন বিবেকবান দেশপ্রেমিক হিন্দু বৌদ্ধ খ্রীস্টান সম্প্রদায়ের সদস্য প্রিয়া সাহার ওইসব বক্তব্যের সঙ্গে কোনভাবেই একমত হবে না। আমি ব্যক্তিগতভাবেও অনেকের সঙ্গে আলাপ করেছি। তারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে। কোনভাবেই এই বক্তব্য গ্রহণযোগ্য বলে কেউ বলে নাই। এমনকি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারও বলেছেন, এই ধরনের বক্তব্যের কোন ভিত্তি নেই। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে। কারও কোন কাল্পনিক বক্তব্য নিয়ে আর কোন দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ থাকতে পারে না। কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আর প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন তা কীভাবে ভিডিওয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেতুমন্ত্রী কাদের বলেন, প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা তার এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। দেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে এই ধরনের অসত্য উদ্দেশ্যমূলক এবং দেশদ্রোহী বক্তব্য রেখেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রিয়া সাহার ছবি দেখা গেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে প্রিয়া সাহার কোন সাংগঠনিক সম্পর্ক নেই। আমাদের কোন সংগঠনের প্রাথমিক সদস্যও নয়। অনেক অনুষ্ঠানে আমরা যাই, সেখানে অনেককে চিনিও না। অনেকে এসে ছবি তোলে। ছবি তুললেই তো সে আমাদের লোক হয়ে গেল না। এই বিষয়টি কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র হতে পারে, এর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। মূলত শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী চূড়ান্ত করতেই দলের সম্পাদকম-লীর সঙ্গে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথসভাটি অনুষ্ঠিত হয়। সভায় দেশে চলমান বন্যা পরিস্থিতি, সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপিসহ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
×