ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসি প্রতিনিধিদল

প্রকাশিত: ১০:৫১, ২১ জুলাই ২০১৯

 রোহিঙ্গা ক্যাম্প  পরিদর্শনে  আইসিসি  প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শনিবার সকাল সাড়ে নয়টায় তারা তুমব্রু সীমান্তের জিরো লাইনে যান। সেখানে আশ্রয় নেয়া এক রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। এরপর উখিয়ার কুতুপালং ১৭নং ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আশ্রিত এবং মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা এ বিষয়ে দেশটির জেনারেলদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্টের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা ও তাদের সঙ্গে কথা বলতে কক্সবাজার আসেন। আইসিসি প্রতিনিধি দলের কক্সবাজার সফর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এমনকি এ দলের সফরসূচী সম্পর্কে গণমাধ্যমকেও বিস্তারিত জানানো হয়নি। উল্লেখ্য চলতি বছর মার্চ মাসেও আইসিসি প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
×