ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে ভাল খেলবে দল ॥ তামিম

প্রকাশিত: ১০:৫৭, ২১ জুলাই ২০১৯

 শ্রীলঙ্কা সফরে ভাল খেলবে দল ॥ তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট সূচীতে বাংলাদেশ দলে যারা নিয়মিত খেলেছেন তাদের অনেকেই এবার নেই। এমনকি নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও নেই। বাঁহাতি ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে প্রায় ভাঙ্গাচোরা ও অচেনা চেহারার এক বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কা সফরে গেছে শনিবার। সদ্য সমাপ্ত বিশ্বকাপ খেলা দলটিতেই ব্যাপক রদবদল ঘটেছে। মাশরাফি ছাড়াও ছুটি নেয়ার কারণে সহঅধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং ফর্মে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে নেই দলে। সেই দলটির জন্য চ্যালেঞ্জ ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি দিবারাত্রির ওয়ানডে ম্যাচে। নিয়মিত চার ক্রিকেটারের বদলি হিসেবে যারা সুযোগ পেয়েছেন তাদের জন্যও দারুণ সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণ করার। প্রথমবারের মতো কোন সিরিজে জাতীয় দলের অধিনায়ক হওয়া তামিম বিমানে ওঠার আগে এমনটাই জানালেন। তবে এই দলটির শ্রীলঙ্কার বিপক্ষে ভাল না করার কোন কারণ দেখতে পাচ্ছেন না তামিম। নিজের ফর্মটাও ফিরে পাওয়ার প্রত্যয় জানালেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন তামিম। তবে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে তাকে অধিনায়ক করা হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন চাপমুক্ত থাকার জন্য। কিন্তু এবার জাতীয় দলের মিশনে কঠিন সেই গুরুভার চেপেছে কাঁধে। পুরো সিরিজে এই প্রথম জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ২০১৭ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরে তাকে একবার অধিনায়ক হিসেবে পেয়েছিল জাতীয় দল। ক্রাইস্টচার্চে হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহীম ইনজুরিতে পড়ায় তখন সহঅধিনায়ক হিসেবে ওই দায়িত্ব পেয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই প্রথম এবং শেষ দলকে নেতৃত্ব দেয়া। এবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার চাপ নিতে হবে। সেই চাপটা হুট করেই কাঁধের ওপর এসে পড়েছে। নিয়মিত অধিনায়ক মাশরাফি শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। সহঅধিনায়ক সাকিব হজ পালনের জন্য ছুটিতে থাকায় তাকেই এ দায়িত্ব নিতে হয়েছে। সম্প্রতি ব্যাট হাতে প্রত্যাশা মাফিক ফর্ম দেখাতে না পারায় বেশ সমালোচনার মুখে এ বাঁহাতি ওপেনার। ফর্ম ফিরে পাওয়ার চ্যালেঞ্জের সঙ্গে এবার নেতৃত্ব দেয়ার চাপ ভাঙ্গাচোরা একটি দলকে। নিজের চ্যালেঞ্জ নিয়ে তামিম বলেন, ‘আমি যে ধরনের আশা করেছিলাম খেলায় সে ধরনের খেলা খেলতে পারি নাই। সামনে নতুন চ্যালেঞ্জ। আশা করছি ভাল কিছু হবে। কোন কিছু খারাপ হলে ওটা নিয়ে যদি সারাদিন চিন্তা করে থাকেন সেটা আপনার জন্য খুবই খারাপ হবে। আমি সামনের কথা মাথায় নিয়ে এগোচ্ছি। ইতিবাচক দিক খুঁজে নেয়ার চেষ্টা করছি। আমাদের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ এবং আশা করছি দল হিসেবে আমরা ভাল করব।’ দল হিসেবে শ্রীলঙ্কা সফরে ভাল করার প্রত্যয়টা জানিয়েছেন অধিনায়ক তামিম। লড়াইয়ের আগেই হেরে যাওয়ার তো কোন কারণ নেই। তাই তার মুখে এমন প্রত্যয় ফুটেছে। তবে বাস্তবে এবার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে শ্রীলঙ্কায়। র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা ৮ নম্বরে। অথচ বিশ্বকাপ শেষে বাংলাদেশের অবস্থান ছিল ৮, শ্রীলঙ্কার ৬! নিজ দেশে বরাবরই ভাল খেলা লঙ্কানরা এবার ভাঙ্গাচোরা বাংলাদেশকে কঠিন চাপেই ফেলবে। তাদের সঙ্গে সদ্য সমাপ্ত বিশ্বকাপে দারুণ কিছু স্মৃতিও সঙ্গী হিসেবে থাকছে। কিন্তু তামিম তার কণ্ঠে প্রত্যয় মিশিয়ে বললেন, ‘সিদ্ধান্তটা সাধারণত বোর্ড থেকে আসে কে অধিনায়ক হবে বা না হবে। আমার কাছে মনে হয় সিরিজটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যে দল যাচ্ছে এই দলের প্রমাণ করার অনেক কিছু আছে।’ দলের নিয়মিত অনেক সদস্য না থাকলেও তামিম দারুণ কিছু করতে আশাবাদী। কারণ যারা সুযোগ পেয়েছে নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য পারফর্ম করলে তা সম্ভব হবে। তামিম বলেন, ‘ইনজুরি এবং অন্যান্য কারণে দলের অনেক অভিজ্ঞ ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। আমার কাছে মনে হয় এই সিরিজ অনেক চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কা তাদের হোম কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে দেখেছি আমরা অনেক ভাল করেছি। আমরা কোন কারণ খুঁজে পাই না ভাল না করার। স্কোয়াডে যারা আছে তারা যদি দুই হাতে সুযোগটি লুফে নেয় তাহলে সেটা বাংলাদেশ দলের পাশাপাশি তাদের জন্যও ভাল হবে।’
×