ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোহামেডান সমর্থকদের আশায় চ্যাম্পিয়ন দল

প্রকাশিত: ১০:৫৮, ২১ জুলাই ২০১৯

 মোহামেডান সমর্থকদের আশায় চ্যাম্পিয়ন দল

স্পোর্টস রিপোর্টার ॥ মোহামেডান স্পোর্টিং ক্লাব এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে গাথা একটা নাম। এ ক্লাবটির সাফল্যে উচ্ছ্বাসে ভাসেন ভক্তরা, তেমনি ব্যর্থতায় ব্যথিত হন। কিন্তু গত কয়েক বছর ধরেই ঐতিহ্যবাহী দর্শকনন্দিত দলটির বেহাল দশা। শিরোপা দূরে থাক, প্রিমিয়ার লীগ ফুটবলে দলটি এখন রেলিগেশন এড়াতে লড়াই করে। প্রিয় ক্লাবের এমন দশায় কষ্ট পেয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। চলতি প্রিমিয়ার লীগেও মোহামেডান রেলিগেশন এড়াতে লড়াই করছে। এরই মাঝে গত ১৬ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিরুদ্ধে ৪-০ গোলের অবিস্মরণীয় জয় পেয়েছে বিখ্যাত সাদা-কালো জার্সিধারীরা। আচমকাই প্রিয় দলের এমন সাফল্যে আবার চাঙ্গা হয়ে উঠেছেন মোহামেডান সমর্থকরা। তাদের প্রায় সবাই ধরেই নিয়েছিলেন, আরেকবার আবাহনীর কাছে হারতে হবে! ব্যবধান কত হবে সেটাই দেখার!! কিন্তু নতুন কোচ সিন ব্রান্ডেন লেনের তত্ত্বাবধানে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে মোহামেডান। যারই নমুনা দেখা গেছে শেষ দুই ম্যাচে দাপুটে জয়ে। আর তাইতো আবারও মোহামেডান শিরোপার জন্য দল গড়বে এমন প্রত্যাশা দলটির সমর্থকদের। আবাহনীকে হারানোর পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস করেছেন মোহামেডান সমর্থকগোষ্ঠী মহাপাগলের সদস্যরা। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে ‘মহাপাগল’ বিশেষ আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ মহাপাগলের সদস্যরা। মহাপাগলের প্রতিষ্ঠাতা টি ইসলাম তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মোহামেডানের জাগরণের জন্য গঠনমূলক বক্তব্য তুলে ধরেন মেসবাহউদ্দিন রেজা, টিক্কু জামান, বাপ্পি আলম, নাসের ইয়ামিন মিঠু, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইমরানসহ আরও অনেকে। এছাড়া কথা বলেন ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন, ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ সিন ব্রান্ডেন লেন ও মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি। বক্তারা আশা করেন দীর্ঘ ৪৪ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিরুদ্ধে মোহামেডানের ৪-০ গোলের জয় ক্লাবকে নতুনভাবে জেগে তুলবে। তারা আশা করেন আগামীতে এই মুখিয়ে থাকা সমর্থকসহ ক্লাবের ঐতিহ্যের কথা বিবেচনা করে মোহামেডান চ্যাম্পিয়ন দল গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। মোহামেডানকে বদলে দেয়া নতুন কোচ সমর্থক দলের এমন সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি অভিভূত সমর্থকদের এমন ভালবাসায়। আমার সবটুকু দিয়ে আমি মোহামেডানকে সাফল্য এনে দেয়ার চেষ্টা করব। তবে পারিবারিক কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি অবসরে যাওয়া এনামুল হক শরীফ। তবে তিনি এক বার্তায় সবাইকে অভিনন্দন ও শুভ কামনা জানান।
×