ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাড়িতেই তৈরি হলো বিস্কুট

প্রকাশিত: ১১:০৩, ২১ জুলাই ২০১৯

 গাড়িতেই তৈরি  হলো বিস্কুট

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের অধিবাসীদের জীবন দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে। সেখানকার তাপপ্রবাহ কোন পর্যায়ের সেটি মানুষকে জানানোর জন্য অভিনব এক উপায় বেছে নিয়েছে নেব্রাস্কার জাতীয় আবহাওয়া দফতর। এজন্য একটি গাড়ির মধ্যে কাঁচা বিস্কুট রাখা হয়েছিল। সূর্যের তাপে বিস্কুটগুলো গাড়ির মধ্যেই তৈরি হয়ে যায়। একের পর এক টুইট করে সূর্যের তাপে বিস্কুট তৈরির বিষয়টি জনসমক্ষে এনেছে নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরের আবহাওয়া দফতর। অতিরিক্ত গরম সম্পর্কে মানুষকে সতর্কও করে দিয়েছে সংস্থাটি। এক টুইটে ওমাহার আবহাওয়া দফতর জানায়, আজ গরম পড়বে কি না, এ বিষয়ে যদি আপনার সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা পার্কিং লটে একটি গাড়ির মধ্যে কেবল সূর্যের তাপের সাহায্যে বিস্কুট তৈরি করে দেখানোর চেষ্টা করব। টুইটে দেয়া ছবিতে দেখা যায়, গাড়ির ড্যাশবোর্ডে একটি ট্রেতে চারটি বিস্কুট রাখা আছে। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি সম্পর্কে জানাতে আরেকটি টুইট করে সংস্থাটি। সেই টুইটে জানানো হয়, ছায়ায় থাকা গাড়িটির পেছনের আসনে তাপমাত্রা ৬২ ডিগ্রী সেলসিয়াস! বিস্কুটগুলোও ততক্ষণে অনেকটা সোনালি হয়ে উঠেছে। এরপর আরেকটি টুইট করে নেব্রাস্কার জাতীয় আবহাওয়া দফতর জানায়, তাদের পরীক্ষা সফল হয়েছে। শুধু সূর্যের তাপেই বিস্কুটগুলো পুরোপুরি তৈরি করা সম্ভব হয়েছে। বিস্কুটগুলো খাওয়ার ছবিও শেয়ার করা হয়। -সিএনএন
×