ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জ রক্ষা বাঁধে গাইড ওয়াল নির্মাণ ও কুশিয়ারার ডাইক মেরামত শীঘ্রই শুরু হবে ॥ জাহিদ ফারুক

প্রকাশিত: ১১:০৩, ২১ জুলাই ২০১৯

 হবিগঞ্জ রক্ষা বাঁধে গাইড ওয়াল নির্মাণ ও কুশিয়ারার ডাইক  মেরামত শীঘ্রই শুরু হবে ॥ জাহিদ ফারুক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২০ জুলাই ॥ হবিগঞ্জের খোয়াই শহর প্রতিরক্ষা বাঁধ, প্রভাবশালীদের দখলে থাকা পুরাতন পরিত্যক্ত খোয়াই নদী ও সাম্প্রতিক বন্যায় ভাঙ্গনের শিকার নবীগঞ্জের কুশিয়ার নদী ডাইকের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি পরিদর্শন শেষে তিনি বলেছেন, হবিগঞ্জের ভাটি অঞ্চলসহ মূল জেলা শহর রক্ষায় যে মেগা প্রজেক্ট হাতে নেয়া হয়েছে তা হবে সিলেট বিভাগের মানুষের জন্য বিশাল সুখবর। তিনি বলেন, নবীগঞ্জের ওই ডাইকের জন্য ৫১৮ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের নেয়া এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে। একনেকের সভায় তা পাস হলেই শুরু হবে আনুষ্ঠানিক কাজ।
×