ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও একটি সিংহ শাবকের জন্ম

প্রকাশিত: ১১:০৪, ২১ জুলাই ২০১৯

 বঙ্গবন্ধু সাফারি  পার্কে আরও  একটি সিংহ  শাবকের জন্ম

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে আরও একটি পুরুষ সিংহ শাবক। গত ৪ মে সাফারি পার্কে সিংহ বেষ্টনীতে একটি ঘরের ভেতর পুরুষ শাবকটি জন্ম নেয়। খবর বাংলা নিউজের। শনিবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তবিবুর রহমান জানান, বাঘ ও সিংহ বেষ্টনীতে আলাদাভাবে রাস্তার কাজ চলছিল। এক পর্যায়ে গত ৪ মে বেষ্টনীতে একটি ঘরের ভেতর সিংহ শাবকটি জন্ম নেয়। এ নিয়ে সাফারি পার্কে ১৫টি সিংহ হলো। এর আগেও এ পার্কে আরও সিংহ জন্ম নেয়। নতুন সিংহ শাবকটি আফ্রিকান জাতের। বর্তমানে সিংহ শাবকটির বয়স আড়াই মাস। সিংহ শাবকটি বর্তমানে সুস্থ এবং মায়ের সঙ্গে আছে। শাবকটি এখনও বাড়তি কোন খাবার খাওয়া শেখেনি, শুধু তার মায়ের দুধ পান করছে বলে জানান সাফারি পার্কের কর্মকর্তা তবিবুর।
×