ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে প্রতিটি স্কুলে ৫০ টি করে গাছের চারা রোপণ

প্রকাশিত: ০৩:৪৪, ২১ জুলাই ২০১৯

হাটহাজারীতে প্রতিটি স্কুলে ৫০ টি করে গাছের চারা রোপণ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকাল সাড়ে ১০ ঘটিকায় এক যোগে কমপক্ষে ৫০ টি করে গাছের চারা রোপণ করা হয়েছে।এই কর্মসূচি সুন্দরভাবে পালন করার জন্য সকল সম্মানিত শিক্ষকদের প্রতি উপজেলা প্রশাসন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে " গ্রীন-৫০"। এই কর্মসূচির আওতায় উপজেলার ৭৫ টিরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ৫০ টি করে গাছের চারা রোপণ করা হয়েছে। আম কামরাঙা, চালতা, নিম, জাম, কড়ই, সফেদা সহ প্রায় ১৪ প্রজাতির গাছ রোপণ করা হয়।
×