ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল

প্রকাশিত: ০৪:১৩, ২১ জুলাই ২০১৯

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল

অনলাইন ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেলের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন অনেক দিন ধরে। অবশেষে তার বিদায় নিশ্চিত করলেন কোচ জিনেদিন জিদান। এই গ্রীষ্মে দল বদল করছেন ৩০ বছর বয়সী এই উইঙ্গার। তার বিদায় সম্পর্কে জানা গেলো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের উদ্বোধনী ম্যাচের পর। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলে হারের দিনে তাকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। এরপর তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় রিয়াল কোচ জিদানকে। জিদান সরাসরিই বলে দেন, ‘বেল খেলেনি কারণ সে দল ছাড়ার কাছাকাছি। আশা করছি দ্রুতই সে ছেড়ে যাবে।’ তার দল পরিবর্তন যে সবার জন্য উপকার বয়ে আনবে তেমনই মনে করেন জিদান, ‘আমার মনে হয় এটাই সবার জন্য ভালো হবে। তার দল বদলের জন্য আমরা কাজ করছি।’ জিদান জানিয়েছেন বর্তমানে বেলের থাকা মানে রিয়ালের জন্য তা বাড়তি রসদ। রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট করে বলে দিয়েছেন ব্যক্তিগত কোনও ঝামেলা নেই তাদের। তবে পরিবর্তনটা প্রয়োজন সবার জন্য, ‘ওর বিরুদ্ধে ব্যক্তিগত কোনও ঝামেলা নেই। কিন্তু কিছু সময় থাকে যখন কিছু বিষয় সুরাহা করা প্রয়োজন। আমার সিদ্ধান্তটা নিতেই হতো। কারণ পরিবর্তন প্রয়োজন।’ জিদান আরও জানিয়েছেন, ‘এই বিদায়ের সিদ্ধান্তটা কোচের, একই সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়ের। যে ভালো করেই পরিস্থিতিটা জানে।’
×