ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় উদীচীর তিন কন্যার গান

প্রকাশিত: ০৭:১৭, ২২ জুলাই ২০১৯

 বগুড়ায় উদীচীর তিন কন্যার গান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ অশান্ত সাংস্কৃতিক বলয় থেকে উত্তরণের পথে এগিয়ে যেতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়ার সেউজগাড়ি শাখা ‘তিন কন্যার গান’ শিরোনামে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে এই আয়োজনের শিল্পী ছিলেন এই প্রজন্মের তিন কিশোরী নিশাত তাসনিম শ্রাবনী, রাইসা রহমান মাশরেকী ও আশরুফা খান অহনা। শিল্পীরা রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ধ্রুপদ সঙ্গীত পরিবেশন করে প্রমাণ করে সুস্থ সাংস্কৃতিক বলয়কে এগিয়ে নিতে তারা ব্রত নিয়েছে। প্রবীণ ও গুণী শিল্পী মৃণাল কান্তি সাহার প্রাণবন্ত সঞ্চালনা অনুষ্ঠানকে এগিয়ে দেয়। দর্শক-শ্রোতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায় না। মন্ত্রমুগ্ধ হয়ে করতালি দিয়ে আগামীর সম্ভাবনার শিল্পীদের অনুপ্রেরণা দেয়। তারা আরও গান শোনার আগ্রহ প্রকাশ করে। এই আয়োজনের সঙ্গীত পরিকল্পনায় ছিলেন শিল্পী আব্দুল আওয়াল। উদীচী সেউজগাড়ি শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক রনিক সূচনা পর্বে বলেন, ধ্রুবতারার লক্ষ্য নিয়ে উদীচীর কিশোরী শিল্পীরা এগিয়ে চলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।
×