ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনপুরার মেঘনায় যাত্রীবাহী ট্রলার থেকে ১ কোটি টাকার নতুন কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৮:৩৬, ২১ জুলাই ২০১৯

মনপুরার মেঘনায় যাত্রীবাহী ট্রলার থেকে  ১ কোটি টাকার নতুন কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনা নদীর কলাতলী চর ও ডালচর মধ্যবর্তী এলাকায় আজ রবিবার সকালে যাত্রীবাহী ২টি ট্রলার থেকে ৩ বোস্তা নতুন প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল কোস্টগার্ড জব্দ করেছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। স্থানীয় সূত্র জানায়, হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে মনপুরা আসার পথে সুর্যমুখী ঘাটের নাসিম মাঝি ও রিজির খালের ছালাউদ্দিন মাঝির যাত্রীবাহি ট্রলারে রবিবার সকাল ৮ দিকে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য আনা ৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। পরে জব্দকৃত কারেন্ট জাল নদীর তীরে উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিকুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ আব্দুল আলীম (সিপিও), বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ নাসিরসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিততে পুড়িয়ে ফেলা হয়। মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবদুল আলীম (সিপিও)সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢালচর ও কলাতলী চরের মধ্যবর্তী মেঘনায় দুই ট্রলার থেকে ৩ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
×