ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিনজনের মৃত্যু ॥ অনেক অনুষ্ঠান বাতিল

দাবদাহে যুক্তরাষ্ট্রে ১৫ কোটি মানুষের হাঁসফাঁস অবস্থা

প্রকাশিত: ০৮:৪৫, ২২ জুলাই ২০১৯

 দাবদাহে যুক্তরাষ্ট্রে ১৫ কোটি মানুষের হাঁসফাঁস অবস্থা

ভয়াবহ দাবদাহে যুক্তরাষ্ট্রে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। দেশটির প্রধান কয়েকটি শহর নিউইয়র্ক, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটনে তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইটে (৩৮ ডিগ্রী সেলসিয়াস) গিয়ে ঠেকেছে। ছুটির দিনে চরম অস্বস্তিতে পড়েছে মানুষ। অসহনীয় গরমে প্রায় ১৫ কোটি মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। গরম থেকে বাঁচতে সংগ্রাম করতে হচ্ছে তাদের। নিউইয়র্কে ‘উষ্ণ জরুরী অবস্থা’ জারি করেছেন মেয়র বিল ডি ব্লাসিও। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, তাপমাত্রা ১১০ থেকে ১১৫ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জাতীয় আবহাওয়া সেবা জানায়, বিপজ্জনক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতায় আগে থেকে সতর্কতা অবলম্বন না করলে হিটস্ট্রোক হতে পারে। সতর্কতা হিসেবে পর্যাপ্ত পানি পান, অসুস্থ ও প্রবীণদের দিকে খেয়াল রাখা, যতটা সম্ভব ঘরেই অবস্থান করা এবং শিশু ও পোষা প্রাণীকে গাড়ির মধ্যে রেখে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ভয়াবহ এই তাপপ্রবাহে পূর্বাঞ্চলীয় রাজ্য মেরিল্যান্ডে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরাকানসাসে বৃহস্পতিবার পারিবারিক দোকানের বাইরে কাজ করার সময় সাবেক এনএফএল খেলোয়াড় চি পেট্রাস মারা গেছেন। পুলাস্কি কাউন্টির সন্দেহজনক মৃত্যু বিষয়ক বিচারকের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, ৩২ বছর বয়সী ওই খেলোয়াড়ের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। এছাড়া কানাডার পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। নিউইয়র্কে গরমের কারণে ‘উষ্ণ জরুরী অবস্থা’ জারি করেছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও। নিউইয়র্ক সিটি ট্রায়াথলন রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দাবদাহের কারণে সেটি বাতিল করা হয়েছে। ২০০১ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর এই প্রথম বাতিল করা হলো। এই প্রতিযোগিতায় অংশ নিতে অনেক দূর-দূরান্ত থেকে প্রায় চার হাজার প্রতিযোগী এসেছেন। আয়োজকরা জানিয়েছেন, তাদের এন্ট্রি ফি ৩৯৯ ডলারের পুরোটাই ফেরত দেয়া হবে। এ সপ্তাহান্তে সেন্ট্রাল পার্কের দুই দিনব্যাপী ওজেডওয়াই (ওজি) উৎসবও বাতিল করা হয়েছে। এই উৎসবে খাবার, কৌতুক ও গানের আয়োজন করা হয়। এছাড়া ওয়াশিংটনে ন্যাশনাল গ্যালারি অব আর্টের বাইরে জনপ্রিয় জ্যাজ কনসার্টও বাতিল করা হয়েছে। গরম থেকে সুরক্ষায় নিউইয়র্ক শহরে ৫০০ শীতলীকরণ কেন্দ্র খোলা হয়েছে। নিউইয়র্কের সিটি মেয়র ডি ব্লাসিও বলেন, ‘গরমে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে।’ তিন প্রতিবাদকারী টুইটারে বলেছেন, নিউইয়র্কের কুখ্যাত রাইকারস আইল্যান্ডের কারাগার ভবনের কয়েদিদের অবস্থা খুবই খারাপ। -এএফপি
×