ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইথিওপিয়ায় নিরাপত্তা বাহিনী-নৃগোষ্ঠী সংঘর্ষ, নিহত ১৭

প্রকাশিত: ০৮:৪৬, ২২ জুলাই ২০১৯

 ইথিওপিয়ায়  নিরাপত্তা  বাহিনী-নৃগোষ্ঠী সংঘর্ষ,  নিহত ১৭

নতুন একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য আন্দোলনরত ইথিওপিয়ার সিদামা নৃগোষ্ঠীর লোকজনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে শনিবার এ তথ্য জানানো হয়েছে। ইয়াহু নিউজ। স্থানীয় এক জেলা কর্মকর্তা শনিবার জানিয়েছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাওয়াসা নগরীর নিকটবর্তী একটি ছোট শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এর আগে শুক্রবার ওই অঞ্চলের হাসপাতাল কর্তৃপক্ষ গুলিবিদ্ধ হয়ে চার প্রতিবাদকারী নিহত হয়েছে বলে জানিয়েছিল। ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী আবি আহমদের বিভিন্ন রাজনৈতিক সংস্কারে উৎসাহিত সিদামা আন্দোলনকারীরা বৃহস্পতিবার একতরফাভাবে একটি নতুন আঞ্চলিক রাজ্যের ঘোষণা দিতে চেয়েছিল।
×