ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

প্রকাশিত: ০৮:৪৭, ২২ জুলাই ২০১৯

 পাকিস্তানে আত্মঘাতী  বোমা হামলায়  নিহত ৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন নারী আত্মঘাতীর বোমা হামলায় ৮ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। রবিবার ডেরা ইসমাইল খানে স্থানীয় এক বেসামরিক হাসপাতালের সামনে হামলাটি হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানী তালেবান হিসেবে পরিচিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)। আফগানিস্তানের বিদ্রোহী জঙ্গীগোষ্ঠী তালেবানের সঙ্গে নামের মিল থাকলেও পাকিস্তানের এই জঙ্গী গোষ্ঠীটি পৃথকভাবে পরিচালিত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরের বাইরে রাস্তার পাশে একটি চেক পয়েন্টে দুই পুলিশ নিহত হওয়ার পর হামলার ঘটনাটি ঘটে। ‘তাদের মৃতদেহ যখন হাসপাতালে আনা হয়, এক আত্মঘাতী বোমা হামলাকারী, যাকে নারী বলে মনে করা হচ্ছে, বোরকা পরা, বিস্ফোরকভরা জ্যাকেটের ট্রিগার চেপে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়,’ বলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ। -ইয়াহু নিউজ
×