ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৫৪, ২২ জুলাই ২০১৯

 মুন্সীগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলায় পল্লী বিদ্যুত সমিতির ১১ হাজার স্থাপিত প্রিপেইড মিটার সরিয়ে নেয়া এবং নতুন করে এই মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরাতন কাচারির কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছেন নাগরিক ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ নামের একটি সংগঠন। প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। বিক্ষোভ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করা বিক্ষোভকারীরা। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে সরে আসে তারা। এই সংগঠনটি এর আগে এই মিটার সরিয়ে নিতে বেশ কয়েকটি আন্দোলন করেছে। এর পূর্বে চলতি মাসের ১০ তারিখে মিটার সরিয়ে না নিলে কঠোর আন্দোনের ডাক দিয়ে আল্টিমেটাম দিয়েছিল তারা। প্রিপেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ তারই অংশ হিসেবে রবিবার এই কর্মসূচী পালন করা হয়। সচেতন নাগরিক ঐক্যের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির জানান, ব্যবহৃত রিডিংয়ের তুলনায় গ্রাহকদের অতিরিক্ত খরচ বহনকারী ভৌতিক এই প্রিপেইড মিটার বন্ধের জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি স. ম কামাল হোসেন, নারী নেত্রী হামিদা খাতুন, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর ঢালী, মুন্সীগঞ্জ শহর মসজিদ মার্কেট সভাপতি মোঃ হোসেন লিটন প্রমুখ।
×