ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফল প্রদর্শনী

প্রকাশিত: ০৮:৫৫, ২২ জুলাই ২০১৯

 ফল প্রদর্শনী

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী অনুষ্ঠিত। বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার সকালে বের করা হয় এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী উদ্বোধন করেন, প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন, বন কর্মকতা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক মর্তুজ প্রমুখ।
×