ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘনায় ডাকাতের গুলিতে নিহত এক, আহত ২

প্রকাশিত: ০৮:৫৬, ২২ জুলাই ২০১৯

 মেঘনায় ডাকাতের  গুলিতে নিহত এক, আহত ২

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীর চরাঞ্চল চরমধুয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গরুবাহী নৌকায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের গুলিতে মোন্তাজ মিয়া (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও অপর দুই গরু ব্যবসায়ী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মোন্তাজ মিয়া রায়পুরা উপজেলার আব্দুল্লাপুর গ্রামের সাদাত আলীর ছেলে এবং আহত আসাদ মিয়া (৩৫) ও মানিক মিয়া (৪০)একই উপজেলার বাসিন্দা। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার শ্রীঘর বাজার থেকে গরু বেচাকেনা শেষে গরুবাহী নৌকাযোগে রায়পুরায় ফিরছিলেন ৮/১০ গরু ব্যবসায়ী। নৌকাটি মেঘনা নদীর চরমধুয়া গ্রামের অদূরে পৌঁছলে স্পীডবোটযোগে একদল ডাকাত নৌকার গতিরোধ করে। টের পেয়ে নৌকায় থাকা ব্যবসায়ীরা জানমাল রক্ষা করতে নদীতে ঝাঁপিয়ে পড়েন এ সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোন্তাজ মিয়া ঘটনাস্থলেই নিহত ও মানিক মিয়া ও আসাদ মিয়া আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর ব্যবসায়ীরা সাঁতরিয়ে কিনারায় উঠে প্রাণ রক্ষা করে। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রাজৈরের গ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মুর্তজা আলীর বাড়িতে সংঘবদ্ধ একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা ও তার ছেলেকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় মারপিটে উদ্যত হলে গৃহকর্তার মেয়ে ডাকাতদের নিবৃত করে এবং প্রাণভয়ে মালামাল নিতে সহযোগিতা করতে বাধ্য হয় । গৃহকর্তা মুর্তজা আলীর ছেলে বিএসটিআইর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, টিভি, গহনা, মোবাইল সেট ও ঘড়ি লুট করে নিয়ে যাবার সময় বাইরের ঘরে থাকা টাইলস মিস্ত্রিরা টের পেয়ে বাধা দেয়। এ সময় ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
×