ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৫৮, ২২ জুলাই ২০১৯

 কুষ্টিয়ায় মাদক মামলায় দুই জনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২১ জুলাই ॥ মাদক মামলায় মাইক্রোবাস চালকসহ দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-াদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো, মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের হাজী আব্দুল মালেক মন্ডলের ছেলে তাহাজ্জত হোসেন ওরফে সোহেল (৪০) এবং আনারুল ইসলাম মাস্টারের ছেলে মাইক্রো চালক আমিরুল ইসলাম (২৮)। এছাড়া মামলায় অপর দুই আসামি দৌলতপুর উপজেলার আব্দুস সামাদের ছেলে আবু বক্কর সিদ্দিক ও আজহার মোল্লার ছেলে আতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ১০ আগস্ট বিকেলে মিরপুর উপজেলার ধলসা গ্রামে এক মাদক বিরোধী অভিযানকালে পুলিশ একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই জনকে আটক করে।
×