ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ নয় ॥ কেসিসি মেয়র

প্রকাশিত: ০৯:০১, ২২ জুলাই ২০১৯

 তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ নয় ॥ কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রবিবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক বৈষম্য ও নিপীড়ন রোধের বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কাউন্সিলরদের সঙ্গে এক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান এইড ও খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ নয়, তারা আমাদের সমাজেরই মানুষ। তাদেরও মায়া-মমতার বন্ধনে পারিবারিক বেষ্টনীতে বেঁধে রাখতে হবে। বর্তমান সরকার সব শ্রেণীপেশার মানুষের জন্য সামাজিক নিরাপত্তাসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করেছেন। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে সংস্থার কার্যক্রম বর্ণনা করেন আয়োজক সংস্থার পলিসি এডভোকেসি এ্যান্ড হিউম্যান রাইটস ডাইরেক্টর উম্মে ফারহানা জেরীফ কাস্তা ও ডেপুটি ম্যানেজার মশিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন, মোঃ মনিরুজ্জামান, শেখ মোহাম্মদ আলী, এসএম মোজাফফর রশিদী রেজা, ফকির সাইফুল ইসলাম, ইমাম হাসান চৌধুরী ময়না, গোলাম মাওলা শানু, কাজী আবুল কালাম আজাদ বিকু, শেখ আব্দুর রাজ্জাক, ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, লুৎফুন নেছা লুৎফা ও মাজেদা খাতুন।
×