ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে শিক্ষিকাকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৯:০২, ২২ জুলাই ২০১৯

 চাঁদপুরে শিক্ষিকাকে  জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২১ জুলাই ॥ চাঁদপুর শহরের ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে (৪৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল ৫টায় শহরের ষোলঘর ওয়াবদা কলোনির জরাজীর্ণ ৩তলা ভবনে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার বাড়ি শাহরাস্তি উপজেলায়। স্বামী অলক গোস্বামীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে বসবাস করতেন। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, বিকেল ৫টায় ওই শিক্ষিকার কাছে কয়েক শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে শিক্ষিকার গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষিকার স্বামী ঢাকায় রয়েছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী বলেন, ওই শিক্ষিকা বাসায় একা ছিলেন। তিনি শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়েছেন। ঘটনার সময় তার বাসায় কেউই ছিল না। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ঈশ্বরদীতে যুবক স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, রবিবার বিকেলে ঈশ্বরদীর মাজদিয়া ইসলাম পাড়া পদ্মা নদীর ঘাটে অজ্ঞাতনামা এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ১৫ বছর বয়সের কোন এক কিশোরের হতে পারে। তার শরীরের অনেকাংশে পচন ধরেছে। তবে লাশের মাথা নেই। পটিয়ায় লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকার রাস্তার পাশ থেকে উলঙ্গ অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। রবিবার সকালে পটিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। লাশের শরীরের ডান পায়ে উপরের অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন এটিকে সড়ক দুর্ঘটনা বললেও লাশের শরীরে কোন কাপড়চোপড় না থাকা ও ছুরিকাঘাতের জখমের চিহ্ন পাওয়া যাওয়ায় এটি স্থানীয়রা খুনের ঘটনা বলে মনে করছেন। জানা গেছে, পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার সানওয়্যার ফ্যাশন গার্মেন্টসের সামনে রবিবার সকাল থেকে একটি উলঙ্গ লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে চমেক হাসপাতালে প্রেরণ করেছে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, মহাসড়কের পাশ থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে সেটি দুর্ঘটনা মনে করছেন। তবে লাশের শরীরে কাপড়চোপড় না থাকা ও জখমের চিহ্ন থাকায় এটি খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে থানার সেকেন্ড অফিসার নাদিম মাহমুদ এটিকে খুন হয়েছে বলে মনে করছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে পুলিশ জানান।
×