ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে যুবককে হাত-পা বেঁধে বস্তায় ভরে মারধর

প্রকাশিত: ০৯:০২, ২২ জুলাই ২০১৯

 ঈশ্বরদীতে যুবককে  হাত-পা বেঁধে বস্তায় ভরে  মারধর

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার গভীররাতে ঈশ্বরদীর ঢুলটির মৃত আব্দুল গফুর প্রামাণিকের ছেলে সেতু ইসলামকে (২৮) নিজ গ্রামের ধান চাতালের গুদামে হাত-পা বেঁধে বস্তাবন্দী ও মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। প্রতিবেশী আব্দুর রহমানের ছেলে রতন ও তার কয়েক সঙ্গী সেতুকে ঢাকা মহাসড়কের নিজ গ্রামের মল্লিক এ্যাগ্রোফুড মিলের সামনে হতে সেতুকে অটোরিক্সায় তুলে ঢুলটিতে রতনদের ধান চাতালের গুদামে নিয়ে বস্তাবন্দী করে মারপিট করে। এ সময় সেতুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় গভীর রাতে উদ্ধার করে সেতুকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে। রবিবার দুপুর একটা পর্যন্ত জ্ঞান ফিরেনি। সূত্রমতে, শনিবার রাত সাড়ে এগারোটায় পূর্বশত্রুতার জের ধরে সেতুকে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে রতনসহ তার সঙ্গীরা অটোরিক্সায় তুলে ঢুলটির রতনদের ধান চাতালের গুদামে নিয়ে সেতুর হাত-পা বেঁধে বস্তাবন্দী করে মারতে থাকে। রাত বারোটায় সেতুর চিৎকারে এলাকাবাসী চাতালের ভেতরে গেলে রতনসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় সেতুর মা শাহিদা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
×