ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় লবণ জব্দ

প্রকাশিত: ০৯:০৩, ২২ জুলাই ২০১৯

ভারতীয় লবণ জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের শিল্প নগরী ইসলামপুর থেকে পাঁচ ট্রাক ভারতীয় লবণ জব্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। উক্ত লবণের পরিমাণ আনুমানিক ৬০ টন হবে এবং ওসব লবণ মানবদেহের জন্য ক্ষতিকর বলে মিল মালিক সমিতি সূত্রে জানা গেছে। শনিবার সন্ধ্যায় ইসলামপুর গ্রামীণ সল্টের সামনে থেকে গাড়িগুলো জব্দ করা হয়। ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামশুল আলম জানান, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ থাকা সত্ত্বেও স্থানীয় গ্রামীণ সল্টের স্বত্বাধিকারী তৈয়বুর রহমান চোরাই পথে আসা ভারতীয় লবন এনে মজুদ করে রাখছিল। মালিক সমিতির নেতৃবৃন্দ খবর পেয়ে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে আনুমানিক ৬০ টন লবণভর্তি ৫টি ট্রাক জব্দ করে। রাতে ঈদগাহ পুলিশ এসে ৩টি ট্রাক লবণ মিল মালিক সমিতির হেফাজতে জিম্মায় রেখে ২টি ট্রাক পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
×