ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায় দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:০৪, ২২ জুলাই ২০১৯

 সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায়  দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২১ জুলাই ॥ ঘুষ না দেয়ায় সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ার অভিযোগে এলজিইডি রংপুরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে। রংপুরের জেলা ও দায়রা জজ এবং সিনিয়র বিশেষ জজ রাশেদা সুলতানার আদালতে মামলাটি করেন ঠিকাদার রবিউল আলম বুলবুল। শুনানি শেষে গত রবিবার বিকেলে মামলাটি তদন্ত করতে রংপুর দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয় আদালত। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশও দেয়া হয়। মামলায় অভিযুক্তরা হলেন- নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন ও সিনিয়র সহকারী প্রকৌশলী কাওছার আলম। জানা গেছে, চলতি বছরের ১৩ ফ্রেরুয়ারি এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন স্বাক্ষরিত টেন্ডার নোটিস অনুযায়ী ঠিকাদার রবিউল আলম বুলবুল প্রয়োজনীয় কাগজ ও দশ লাখ টাকার সিকিউরিটি মানিসহ অনলাইনে টেন্ডার দাখিল করেন। যার প্রাক্কলিত মূল্য ছিল চার কোটি ২৬ লাখ টাকা। সেই টেন্ডারে তিনি সর্বনিম্ন দরপত্রদাতা হন। একইভাবে ২০১৯ সালের ৪ মার্চে নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত অনলাইনে আরও একটি টেন্ডার আহ্বান করা হয়। সেখানে ছয় লাখ টাকা সিকিউরিটি মানি ও প্রয়োজনীয় কাগজসহ অনলাইনে টেন্ডার দাখিল করেন বুলবুল। যার প্রাক্কলিত মূল্য ছিল দুই কোটি চল্লিশ লাখ টাকা। ওই টেন্ডারেও তিনি সর্বনিম্ন দরপত্রদাতা বিবেচিত হন। দুটি টেন্ডারের বিষয়ে ঠিকাদার রবিউল আলম বুলবুল তার ম্যানেজারকে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করতে পাঠান। তিনি সিনিয়র সহকারী প্রকৌশলী কাওছার আলমের সঙ্গে দেখা করতে বলেন। পরে কাওসার আলমের সঙ্গে দেখা করলে ম্যানেজারকে দুটি টেন্ডারের প্রাক্কলিত মূল্যের শতকরা দুই ভাগ পরিমাণ অর্থ দাবি করেন তিনি। দাবিকৃত অর্থ না পাওয়ায় দাখিল করা টেন্ডার বাতিল করে দেন তারা।
×