ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বাফুফের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ

প্রকাশিত: ০৯:০৪, ২২ জুলাই ২০১৯

 ঠাকুরগাঁওয়ে  বাফুফের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জুলাই ॥ ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ অনূর্ধ-১৪ জাতীয় নারী ফুটবলের ফাইনাল খেলার পূর্বমুহূর্তে ঠাকুরগাঁওয়ের নারী দলকে বাদ দেয়ায় রবিবার ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা নাগরিক অধিকার আন্দোলন কমিটি। শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত ও দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ষড়যন্ত্র, স্বেচ্ছাচারী ও হঠকারী সিদ্ধান্তে এবং চুক্তিভিত্তিক স্বার্থ হাসিলসহ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা ফাইনাল খেলায় ঠাকুরগাঁওয়ের নারী দলকে খেলতে না দিয়ে খেলোয়াড়দের প্রতিভা বিকাশ থেকে বঞ্চিত করেছে। বাফুফের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের নাগরিক সমাজ, ক্রীড়াপ্রেমিক ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা। তবে রাঙ্গাটুঙ্গির এই নারী ফুটবলারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলাবাসী। সমাবেশে কমিটির আহ্বায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজন- জেলা শাখার সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে, সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক শাহিন ফেরদৌস, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব মাহমুদ হাসান প্রিন্স, জেলা ফুটবল একাডেমির সভাপতি ফারুক হোসেন জুলু, সাধারণ সম্পাদক মোঃ কায়েস প্রমুখ।
×