ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:০৬, ২২ জুলাই ২০১৯

টুকরো খবর

ফরিদপুরে বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ জুলাই ॥ চরভদ্রাসনে বন্যার পানিতে পড়ে মারা গেছে দুই বছরের শিশু তাকিয়া আক্তার। শনিবার রাত ৮টার দিকে তার মৃতদেহ বাড়ির সামনে উঠানে বন্যার পানিতে ভাসতে দেখা যায়। তাকিয়া উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপরিরডাঙ্গি গ্রামের কামাল খানের মেয়ে। দুই ভাই-বোনের মধ্যে তাকিয়া ছোট। তাকিয়ার মা সীমা বেগম জানান, দুপুর ২টার দিকে তিনি তার মেয়েকে ঘরের বিছানায় ঘুম পাড়িয়ে রেখে বাড়ির সাংসারিক কাজ করছিলেন। রাত ৮টার দিকে তিনি বাড়ির ডোয়ায় (দরজা সংলগ্ন উঠান) বন্যার পানিতে তাকিয়াকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পটিয়া নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর পশ্চিম হাইদগাঁও এলাকায় আবির (৪) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে হাইদগাঁও এলাকার রহিমের পুত্র। রবিবার সকালে ১১টায় জমির পাশে একটি গর্তে হাটু পরিমাণ পানিতে পড়ে মারা গেছে। জানা গেছে, রহিম এবং তার ছেলে বাড়ির পাশে চাষ করার জন্য ধান রোপণ করতে যায়। পরে জমির পাশে একটি গর্তে শিশুটি পড়ে মারা যায়। দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, খানসামায় নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে নিপা বর্মণ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গাড়পাড়া গ্রামের পাইকটাকুড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু নিপা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের পাগলা বর্মণের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে তার পরিবারের সঙ্গে বেড়াতে আসে নিপা। রবিবার দুপুরো কয়েক শিশুর সঙ্গে গোসল করতে বেলান নদীর পাশের একটি পুকুরে ডুবে নিপা মারা যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজি করে প্রতিবেশীদের সহায়তায় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে। তিন নেতা হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ জুলাই ॥ চারদলীয় জোট সরকারের আমলে সংঘটিত তিন রাজনৈতিক নেতা হত্যা মামলার পুনঃতদন্ত এবং বিচারের দাবিতে রবিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওনের নেতৃত্বে সংগঠনটির কিছু নেতাকর্মী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে যে তিন নেতার হত্যাকান্ডের বিচার দাবি করা হয় তারা হলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার, মোহনগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর কাসেম এবং মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম তালুকদার মানিক। বালু উত্তোলনের দায়ে কারাদন্ড নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ জুলাই ॥ পরিবেশ ও মানুষের বসতির ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের দায়ে যুবক আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকার অর্থদন্ড দেয়া হয়েছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামে রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) এ দন্ড দিয়েছে। দন্ডিতের বাবার নাম ওয়াহেদ খান। বাড়ি মুসল্লিয়াবাদ গ্রামে।
×