ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টেরয়েডের কারণে গরুর চামড়া নষ্ট হয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৯:১৪, ২২ জুলাই ২০১৯

 স্টেরয়েডের কারণে গরুর  চামড়া নষ্ট হয়ে যাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টেরয়েড দিয়ে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করলে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ে, তেমনি চামড়ার বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। ব্যবসায়ীরা বলছেন, এতে নষ্ট হয়ে যায় চামড়ার আন্তর্জাতিক মান। বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের তথ্যমতে, স্টেরয়েড দিয়ে গরু মোটাতাজাকরণের ফলে গেল বছর ৩০-৩৫ শতাংশ চামড়া নষ্ট হয়ে গেছে। এছাড়া কোরবানির পর দ্রুত ও সঠিক উপায়ে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের পরামর্শ ব্যবসায়ীদের। গবাদি পশুর জমজমাট বেচাকেনা হয় কোরবানির সময়। গরুর আকৃতি অনুযায়ী ওঠানামা করে দামের পারদ। বাড়তি লাভের আশায় অনেক ব্যবসায়ী তাই চেষ্টা করেন দ্রুত গরু মোটাতাজা করতে। আর কৃত্রিমভাবে পশুকে মোটাতাজা করতে ব্যবহার করা হয় স্টেরয়েডসহ বিভিন্ন রাসায়নিক উপাদান। ফলে স্বাস্থ্যঝুঁকি তো বাড়েই, সঙ্গে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের চামড়া শিল্প। ব্যবসায়ীরা বলছেন, স্টেরয়েড ব্যবহারের ফলে নষ্ট হয় চামড়ার মান। পিছিয়ে পড়তে হয় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায়। তারা জানান, সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ না করায় কোরবানির মৌসুমে অনেক চামড়াই নষ্ট হয়ে যায়। যদিও বছরে মোট চামড়ার অর্ধেকই আসে এ সময়ে। তাই সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আশার কথা, গবাদি পশুর দেহে স্টেরয়েডের ব্যবহার কমে এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
×