ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নরসিংদীর লটকন এখন বিদেশে রফতানি হচ্ছে

প্রকাশিত: ০৯:১৪, ২২ জুলাই ২০১৯

 নরসিংদীর লটকন  এখন বিদেশে রফতানি হচ্ছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ মৌসুমি ফল লটকন চাষ করে অর্থনৈতিক সফলতা খুঁজে পেয়েছেন নরসিংদীর অনেক কৃষক। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও রফতানি হচ্ছে এই ফল। দেশ-বিদেশে চাহিদা বাড়ায় জেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লটকন। ফলে দিন দিন বাড়ছে লটকন চাষী ও আবাদি জমির সংখ্যা। কয়েক বছর আগেও নরসিংদীর শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন বাড়ির আঙিনায় দেখা মিলত লটকন গাছের। অনেকটা অপ্রচলিত এই ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কৃষকরা। দিন দিন মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য-পুষ্টি ও ঔষধি গুণসমৃদ্ধ এ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ফলে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা। তবে চলতি বছর অনাবৃষ্টির কারণে তুলনামূলক উৎপাদন কম হয়েছে বলে জানান কৃষকরা। মৌসুমি এ ফলের অধিকাংশই বেচাকেনা হয় বাগানে। তাছাড়াও নরসিংদীর মরজাল ও শিবপুর বাজারের দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা এসে এ দুটি বাজার থেকে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। এ বছর প্রকারভেদে ৬০ টাকা থেকে ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে এই লটকন। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপতরের উপ-পরিচালক শোভন কুমার ধর জানান, লটকন চাষে কৃষকদের আগ্রহের ফলে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে আবাদি জমি ও চাষীর সংখ্যা। ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা গেলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব হবে। চলতি মৌসুমে ১ হাজার ৫শ’ ৮০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। প্রতি হেক্টর ১৫ মেট্রিক টন ফলন হিসেবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৭শ’ মেট্রিক টন। পাইকারি ৭০ টাকা কেজি দরে যার বিক্রয়মূল্য দাঁড়ায় ১শ’ ৬৫ কোটি ৯০ লাখ টাকা।
×