ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দরপতন খতিয়ে দেখতে কমিটি গঠন

প্রকাশিত: ০৯:১৫, ২২ জুলাই ২০১৯

 দরপতন খতিয়ে  দেখতে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাম্প্রতিক শেয়ারবাজারের অস্বাভাবিক পতনের কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশিন (বিএসইসি)। একইসঙ্গে তদন্ত কমিটি অস্বাভাবিক লেনদেনের কারণ খতিয়ে দেখবে। বিনিয়োগকারীদের স্বার্থে রবিবার এই কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। কমিটির ৪ সদস্য হচ্ছেন- বিএসইসির পরিচালক রেজাউল করিম, উপ-পরিচালক মোঃ অহিদুল ইসলাম, উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম ও উপ-পরিচালক মোঃ রাকিবুর রহমান। এর মধ্যে রেজাউল করিম কমিটির আহ্বায়ক ও বাকিরা সদস্য। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। উল্লেখ, গত কয়েক মাস ধরে শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। এ পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স চলতি বছরের ২৪ জানুয়ারির ৫ হাজার ৯৫০ পয়েন্ট থেকে রবিবার লেনদেন শেষে ৫ হাজার ৩৪ পয়েন্টে নেমে এসেছে। যা বিগত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময় বিএসইসি অনেক কার্যকরী সংস্কার করেছে। তারপরেও পতন রোধ করা সম্ভব হয়নি।
×