ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাগুরায় নেপিয়ার জাতের ঘাস চাষ জনপ্রিয় হয়ে উঠছে

প্রকাশিত: ০৯:১৫, ২২ জুলাই ২০১৯

 মাগুরায় নেপিয়ার জাতের ঘাস  চাষ জনপ্রিয়  হয়ে উঠছে

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মাগুরায় নেপিয়ার জাতের ঘাসের ভাল ফলন হয়েছে। ফলে নেপিয়ার ঘাস চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ঘাস বিক্রি করে লাভবান হচ্ছে কৃষক। ফলে ঘাস চাষ মাগুরায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, মাগুরায় নেপিয়ার জাতের ঘাস চাষ জনপ্রিয় হয়ে উঠছে। জেলার শিবরামপুর, নড়িহাটি, গাংনালিয়া, শ্রীপুরসহ বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। এই ঘাস গবাদি পশুকে খাওয়ানো হয়। ফলে গরু মোটাতাজা হয় এবং গাভী গরুর প্রচুর দুধ হয়। বর্তমানে এই ঘাস পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক। ফলে এক মুহূর্ত বসার সময় নেই কৃষকের হাতে। কাটা ঘাস গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি কৃষকরা বাজারে বিক্রি করছে। প্রতি আঁটি ঘাস ৮ থেকে ১০টা দরে বিক্রি হচ্ছে। এবছর জেলায় প্রায় এক শ’ হেক্টর জমিতে নেপিয়ার জাতের ঘাসের চাষ হয়েছে। জমিতে ঘাস বীজ রোপণের পর এই ঘাস বড় হলে কাটা হয় এবং কিছু দিন পর এমনি থেকে আবার ঘাস গজায়। সার ও পানি সেচ দিলে ঘাস তাড়াতাড়ি বড় হয়। লাভজনক বলে কৃষকরা নেপিয়ার ঘাস চাষে ঝুঁকে পড়েছে। এক বার কাটার পর আবার এক থেকে দেড় মাস পর ঘাস কাটা যায়। ঘাস চাষীরা নিজেদের গবাদি পশুকে খায়ানোর পর উদ্বৃত্ত ঘাস বাজারে বিক্রি করে। মাগুরায় অনেক গরুর ডেইরি ফার্ম গড়ে উঠেছে। নেপিয়ার ঘাস চাষের ফলে ডেইরি মালিকরা উপকৃত হচ্ছে। সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ জানান, মাগুরার নেপিয়ার জাতের ঘাস চাষ হচ্ছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এটা লাভজনক ফসল।
×