ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামী মৌসুমে শিরোপায় চোখ মোহামেডানের!

প্রকাশিত: ০৯:২১, ২২ জুলাই ২০১৯

 আগামী মৌসুমে শিরোপায় চোখ মোহামেডানের!

জাহিদুল আলম জয় ॥ একটা সময় দেশের ফুটবলে সাফল্যের প্রায় সবটুকুই ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং কেন্দ্রিক। সময়ের পরিক্রমায় আবাহনী দাপট ধরে রাখলেও অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেছে মোহামেডান। গত কয়েক বছর ঐতিহ্যবাহী এ ক্লাবটি কোনরকমে টিকে আছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর পেশাদার লীগে। কোটি কোটি সমর্থকপুষ্ট এ দলটিকে এখন লড়াই করতে হয় রেলিগেশন এড়াতে। চলতি মৌসুমেও একই ধারা অব্যাহত আছে। তবে লীগের দ্বিতীয়পর্বে অস্ট্রেলিয়ান কোচ সিন ব্রান্ডেন লেনের হাত ধরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিখ্যাত সাদা-কালো জার্সিধারীরা। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছে মোহামেডান। পরের ম্যাচে নোফেল স্পোর্টিংকেও সহজে হারিয়েছে। সাদা-কালোদের এই পরিবর্তন আচমকা আসেনি। নয়া কোচের নয়া মন্ত্র, খেলোয়াড়ের নিষ্ঠা ও ক্লাব অফিসিয়ালদের প্রচেষ্টাতেই ঘুরে দাঁড়িয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এখন লীগের বাকি ম্যাচগুলো জিতে মৌসুম শেষ করার আশা এমিলি-তকলিসদের। শুধু তাই নয়, সাফল্যের এ ধারা ধরে রেখে আগামী মৌসুমে শিরোপা লড়াইয়ে শামিল হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেছেন কোচ, খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে মোহামেডানের সমর্থকরা। শনিবার রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক গোষ্ঠী ‘মহাপাগল’ বিশেষ আয়োজন করে। সেখানে অস্ট্রেলিয়ান কোচ সিন লেন, অধিনায়ক জাহিদ হাসান এমিলি, তারকা স্ট্রাইকার তকলিস আহমেদ সমর্থকদের ভালবাসার প্রতিদান হিসেবে আগামী মৌসুমেই শিরোপা লড়াইয়ে ফাইট দেয়ার প্রত্যয় জানিয়েছেন। বিপিএল ফুটবলে চলতি মৌসুমে এখনও তিন ম্যাচ বাকি মোহামেডানের। তিনটি ম্যাচেই জয় চান কোচ সিন লেন। ৫৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই জাদুকর বলেন, আবাহনীকে হারানোর পর অনেকের কাছ থেকে যেভাবে অভিনন্দন পেয়েছি সেটা অভূতপূর্ব। বিশেষ করে সমর্থকরা যা করছে সেটা এককথায় দারুণ। কতটা আবেগ আর ভালবাসা থাকলে এমন করা যায় সেটা সহজেই অনুমেয়। আমি চাই লীগের শেষ তিনটি ম্যাচেও জয় পেতে। স্বপ্নবাজ কোচ আরও বলেন, এই দল আগামী মৌসুমে ধরে রাখতে পারলে আমি সাফল্যের বিষয়ে আশাবাদী। আশাকরি চ্যাম্পিয়নশিপে ফাইট দেয়া যাবে। সমর্থকদের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছি তারা শিরোপার জন্য মুখিয়ে আছেন। এবারের লীগতো শেষের পথে, আগামীবার এই দলের পাশাপাশি কিছু নতুন খেলোয়াড় দলে নিতে পারলে চাওয়া পূরণ করা খুব একটা কঠিন হবে না। কোচের মতো আশাবাদী মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান এমিলিও। তিনি ক্লাবকে উদ্দেশ করে বলেন, এই দল ধরে রাখা জরুরী। ক্লাবের উচিত এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। কোচের প্রশংসা করে তারকা এই ফরোয়ার্ড বলেন, আমি ১০/১২ জন কোচের অধীনে খেলেছি। কিন্তু বর্তমান কোচের মতো কাউকে পায়নি। তিনি অনেক আন্তরিক, সবার সঙ্গে বন্ধুর মতো মিশে থাকেন। একজন খেলোয়াড়ের সেরাটা বের করে আনার জন্য এটা খুবই জরুরী। দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার তকলিসও আগামী মৌসুমে শিরোপার জন্য খেলতে চান। আবাহনীর বিরুদ্ধে জোড়া গোল করা সিলেটের এই তরুণ বলেন, এই কোচের অধীনে বর্তমান দল থাকলে আগামীবার চ্যাম্পিয়ন ফাইট দেয়া যাবে। মোহামেডানের হয়ে খেলছেন জাপানী খেলোয়াড় উরুই নাকাতা। তার দল শিরোপার আশেপাশে না থাকলেও সমর্থকদের উচ্ছ্বাসে বুঝতে পেরেছেন একসময় কতটা দাপট ছিল মোহামেডানের। মোহামেডান ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন বাস্তবতা অনুধাবন করে বলেন, আমরা চেষ্টা করব বর্তমান দলটাকে ধরে রাখতে। তবে এ জন্য খেলোয়াড়দেরও আন্তরিক হতে হবে। মহাপাগলের প্রতিষ্ঠাতা টি ইসলাম তারিক জানান, দলের দুঃসময়ে যারা পাশে থাকে তারাই আসল সমর্থক। খেলোয়াড়রা পেশাদার হতে পারে কিন্তু ক্লাবের সমর্থকদের মনোভাব এখন পেশাদারী হয়ে যাচ্ছে। যা লজ্জাজনক। আজকাল সমর্থকদের মাঝেও দলবদল হতে দেখা যায় যা মোটেও কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটা ক্লাবের দুঃসময় আসে। হয়তো মোহামেডান তেমন একটা সময় পার করছে। তবে যে দেশে একটি ক্লাবের কোটি কোটি সমর্থক সে ক্লাব আবার তার ঐতিহ্যের ধারায় না ফিরে পারে না। মোহামেডান পাগল টিক্কু জামান বলেন, মোহামেডান এক সময় এশিয়ার অস্টম দল ছিল। গুগলে সার্চ দিলে মোহামেডানের ঐতিহ্য সম্পর্কে জানা যাবে। আশাকরি মোহামেডান আবারও তার স্বরূপে ফিরে আসবে।
×