ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুসহ ছয় জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৩, ২১ জুলাই ২০১৯

জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুসহ ছয় জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর জেলার বিভিন্ন স্থানে রবিবার বন্যার পানিতে ডুবে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বকশীগঞ্জ উপজেলায় তিন শিশু ও একজন বৃদ্ধ এবং মাদারগঞ্জ উপজেলায় এক শিশু এবং শনিবার রাতে সরিষাবাড়ী উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন ও মৃতদের স্বজনরা এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলার বকশীগঞ্জ উপজেলায় রবিবার বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার শিশু কন্যা সুজুনী আক্তার (১১), একই গ্রামের সোলায়মান হোসেনের কন্যা সাথী আক্তার (৮) ও মাসুদ মিয়ার কন্যা মৌসুমী আক্তার (৮) বাড়ির পাশে বন্যার পানিতে ভেলায় চড়ে খেলছিল। এ সময় তাদের ভেলাটি উল্টে গেলে তারা তিনজনই পানির স্রোতের পড়ে ডুবে যায়। স্থানীয়রা কিছুক্ষণ পর সুজুনী আক্তার ও সাথী আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের সাথে থাকা অপর শিশু মৌসুমী আক্তারকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও একই দিন দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে স্বাধীন মিয়া (৪), মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের আব্দুল শেখ (৭০) নামের একজন বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। একই দিন বিকেলে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের জামদহ গ্রামের নূর ইসলামের আড়াই বছরের ছেলে আরাফাত বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে মারা গেছে। এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সরিষাবাড়ী পৌরসভার পিডিবি সংলগ্ন কামরাবাদ গ্রামে পিডিবি প্রিপেইড কার্ড সেলসম্যান সাখাওয়াত হোসেনের তিন বছরের ছেলে ইরান বন্যার পানিতে ডুবে মারা গেছে। এ নিয়ে গত দশদিনের বন্যায় জামালপুর জেলার সাতটি উপজেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে শিশুসহ ২৩ জন এবং সাপের ছোবলে দু’জনের মৃত্যু হয়েছে।
×