ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক অজয় বড়ুয়াকে চির বিদায় জানাল ক্রীড়াঙ্গন

প্রকাশিত: ০৯:২৪, ২২ জুলাই ২০১৯

 সাংবাদিক অজয় বড়ুয়াকে চির বিদায় জানাল ক্রীড়াঙ্গন

স্পোটস রিপোর্টার ॥ বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অজয় বড়ুয়া গত ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রবিবার তার মরদেহ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হয়। এর আগে সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় প্রেসক্লাবে নেয়া হয় এবং তার কর্মস্থল দৈনিক সংবাদে নেয়া হয়। এরপর তার মরদেহ আনা হয় তার কর্মজীবনের প্রতিদিনের বিচরণ ক্ষেত্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে ক্রীড়াঙ্গনের নিবেদিতপ্রাণ এই প্রবীণ সাংবাদিকের স্মৃতিচারণ ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, সিসিডিএম, ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটি, সোনালি অতীত ক্লাব, আবাহনী সমর্থক গোষ্ঠী, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তা অজয় বড়ুয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এক মিনিট নীরবতা পালন করা হয়। তার মরদেহ সৎকারের জন্য পরবর্তীতে কমলাপুর বৌদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হয়।
×