ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিম্বাবুইয়ের আশা ছাড়েনি বিসিবি!

প্রকাশিত: ০৯:২৪, ২২ জুলাই ২০১৯

 জিম্বাবুইয়ের আশা ছাড়েনি বিসিবি!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট বোর্ডের ওপর সরকারী হস্তক্ষেপের অভিযোগ, দুর্নীতির কারণে জিম্বাবুইয়েকে সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসি আয়োজিত আসরগুলোয় তারা এই নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবে না। সে কারণে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে পরিকল্পিত ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলতে না আসার বিষয়টি জানিয়ে দিয়েছে জিম্বাবুইয়ে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আশা ছাড়ছে না জিম্বাবুইয়ের। এর কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন দাবি করেছেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিষেধাজ্ঞা নেই জিম্বাবুইয়ের ওপর। বিষয়টি নিয়ে জিম্বাবুইয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও হয়েছে। তাই আরও কিছুদিন অপেক্ষার কথা জানালেন নিজামউদ্দিন। সেই সঙ্গে বিকল্প চিন্তা-ভাবনাও শুরু করে দিয়েছে বিসিবি সেটাও জানান তিনি রবিবার। আইসিসির মিটিংয়ের পর জিম্বাবুইয়েকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এরপর জিম্বাবুইয়ে ক্রিকেট (জেডসি) তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এফটিপি অনুসারে পরবর্তী আন্তর্জাতিক প্রোগ্রামে তারা অংশ নিতে পারবে না। এর মধ্যে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আফগানিস্তানকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় টি২০ সিরিজও আছে। বিষয়টি জেডসি এমনকি বিসিবিকেও জানিয়েছে। কিন্তু বিসিবি এখন পর্যন্ত জিম্বাবুইয়ের অংশগ্রহণ নিয়ে আশাবাদী। বিসিবি সিইও নিজামউদ্দিন রবিবার বলেন, ‘যেহেতু আইসিসির সভার পর তাদের সঙ্গে (জিম্বাবুইয়ের বোর্ড প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী) কিছু কথা হয়েছে। বর্তমান পরিস্থিতে তারা আমাদের বলেছে, একটা ট্যুরের জন্য আমাদের মিডিয়া এবং অন্যান্য যে আয়োজন করতে হয় এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে- তাদের কিছু সময় লাগবে। ৭-১০ দিনের মধ্যে জানাতে পারবে তাদের অবস্থানটা কি হবে। ১৯ তারিখ যেহেতু এই মিডিয়া রিলিজটা এসেছে, এর আলোকেই আমরা ঠিক করব যে কি করণীয়। যেহেতু তাদের সঙ্গে কিছু কথা হয়েছে, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, এখন পরিস্থিতিটা কি হবে।’ এফটিপি অনুসারে ওই সময় বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর জিম্বাবুইয়েকে নিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজ করার পরিকল্পনা ছিল বিসিবির। এখন আইসিসির নিষেধাজ্ঞায় সেটার ভবিষ্যত নেই বললেই চলে। কিন্তু বিসিবি সিইও দাবি করেছেন আইসিসি ইভেন্টে নিষেধাজ্ঞা থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলাতে বাধা নেই।
×