ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফাইনালে আলোচিত সেই ওভার থ্রো- থেকে ইংল্যান্ডকে ৬ রান দেয়া নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কান আম্পায়ার

ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা

প্রকাশিত: ০৯:২৫, ২২ জুলাই ২০১৯

 ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচ যখন টাই হয় তখন এমন ছোট্ট ভুলও বড় হয়ে ওঠে। ওভার থ্রো থেকে পাওয়া ৬ রানের সৌজন্যেই তো পঞ্চাশ ওভারের মূল খেলা টাই করতে পেরেছিল ইংল্যান্ড। পরে সুপার ওভারও টাই হলে বেশি বাউন্ডারির বদৌলতে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে ইংলিশরা। অথচ শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ওই ভুল না করলে মূল ম্যাচেই জয় পেত নিউজিল্যান্ড। এ নিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এবার সেটি নিয়ে মুখ খুললেন ফাইনালের আম্পায়ার ধর্মসেনা। ১ রান বেশি দেয়ার ভুল স্বীকার করলেনও এ নিয়ে এখন আর অনুতপ্ত নন বলেও জানিয়েছেন তিনি। বলেছেন সিদ্ধান্তটা তিনি একা নেননি, মাঠের আরেক আম্পায়ার এবং অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু নিয়ম অনুযায়ী টিভি আম্পায়ারের কাছে যাওয়ার সুযোগ ছিল না তাই সিদ্ধান্তটা তাকে দিতেই হতো। ধর্মসেনা বলেন, ‘টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত দেয়া অনেক সহজ। অনেকে অনেককিছু বলতে পারেন। পরে রিপ্লে দেখে আমিও মানছি সিদ্ধান্তে আমার ভুল ছিল। কিন্তু আমাদের তো আর আয়েশ করে মাঠে বসে টিভির রিপ্লে দেখার সুযোগ নেই এবং এ নিয়ে আমার কোন অনুশোচনাও নেই। আমি যে তখন একটা সিদ্ধান্ত নিতে পেরেছি সে জন্য আইসিসি আমার প্রশংসাও করেছে।’ ধর্মসেনা আরও বলেছেন, ম্যাচের আরেক আম্পায়ার মারাইস ইরাসমাসও বলেছেন তাকে ৬ রান দিতে। তার ভাষায়, ‘আইন বলছিল, সিদ্ধান্তের জন্য আমরা থার্ড আম্পায়ারের কাছে যেতে পারব না। সুতরাং আমি লেগ আম্পায়ারের (ইরাসমাস) সঙ্গে আলোচনা করেছি। যোগাযোগ সিস্টেমের মাধ্যমে অন্য আম্পায়াররা কী বলেছেন সেটা শুনেছি। তারাও তখন টিভি রিপ্লে দেখেননি। সুতরাং সবকিছু ভেবে চিন্তেই আমি আমার সিদ্ধান্ত দিয়েছিলাম।’ নিউজিল্যান্ডের হারের পরই ওই ওভার থ্রো নিয়ে অনেক আলোচনা হয়। আলোচনাটা বিতর্কে রূপ নেয় সাইমন টফেলের সুবাদে। সাবেক বিশ্বসেরা অস্ট্রেলিয়ান আম্পায়ার বলেন, ওভার থ্রোর ফলে ইংল্যান্ড সেদিন ৬ রান পেয়েছে কিন্তু আইনানুযায়ী ৫ রান পাওয়া উচিত ছিল তাদের। মাঠে সে সিদ্ধান্ত নিয়েছেন যিনি সেই কুমার ধর্মসেনাও এবার স্বীকার করলেন তার ভুল হয়েছিল। নিয়মানুযায়ী বল যখন মারা হয় সে মুহূর্ত থেকে ওভার থ্রোর রান হিসাব করা হয়। যেহেতু গাপটিলের থ্রো করার মুহূর্তেও দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করেননি, ফলে ইংল্যান্ডের রান তখনও ১ ছিল। ফলে ওভার থ্রোয়ে আসা ৪ রান মিলিয়ে ইংল্যান্ডের সংগ্রহে ৫ রান যোগ হওয়ার কথা। কিন্তু মাঠে থাকা ধর্মসেনা সেদিক বিবেচনা না করেই ৬ রান দেন।
×