ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরাঞ্চলের মানুষ ত্রাণের আশায় হাহাকার করছে ॥ রিজভী

প্রকাশিত: ০৯:২৮, ২২ জুলাই ২০১৯

 উত্তরাঞ্চলের মানুষ  ত্রাণের আশায় হাহাকার করছে ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় সর্বস্ব হারিয়ে ত্রাণের আশায় লাখ লাখ মানুষ হাহাকার করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী বলেন, ভয়াবহ বন্যায় ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল। সর্বস্ব হারিয়ে পথে নেমেছে হাজার হাজার পরিবার। কিন্তু মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের মন্ত্রী-এমপিরা ঢাকায় বসে গলাবাজি করছেন। অথচ নিরাপদ আশ্রয় ও শুকনো খাবারের সন্ধানে ছুটছে বানভাসি মানুষ। কোথাও ত্রাণের গাড়ি কিংবা নৌকার সংবাদ শুনলেই ছুটছে বন্যার্তরা। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিরা দুর্গত মানুষের কোন খোঁজখবর নিচ্ছে না। রুহুল কবির রিজভী বলেন, উত্তরাঞ্চলের সঙ্গে চারদিন ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানিতে ডুবে তিন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। সহায়-সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বন্যার্তরা। অনেকেই পরিবারসহ ডিঙ্গি নৌকায় আশ্রয় নিয়েছেন। প্রায় দুই সপ্তাহ ধরে ছোট ছোট নৌকায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে কাটছে অনেকের দিনরাত। দুর্ভাগ্যজনকভাবে সরকারের যে উদ্যোগ প্রয়োজন সেটা আমরা লক্ষ্য করছি না। রিজভী বলেন, সরকারের দায়িত্ব বন্যাকবলিত মানুষকে রক্ষা করা। কিন্তু সরকার তা করছে না। আমরা বিএনপির পক্ষ থেকে যতটা সম্ভব বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছি।
×